কুপওয়ারা (জম্মু ও কাশ্মীর) : পাকিস্তানের বিরুদ্ধে ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ (pakistan violates ceasefire) ৷ কুপওয়ারা জেলার কেরেন সেক্টর দিয়ে ভারতে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করেছিল পাকিস্তানের বর্ডার অ্যাকশন ফোর্স বা ব্যাট ৷ তবে, নিরাপত্তা বাহিনীর চেষ্টায় সেই অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে (Infiltration bid along LoC) ৷ শনিবার এই ঘটনা ঘটেছে বলে সেনা সূত্রে খবর ৷
অভিযোগ, শনিবার লাইন অফ কন্ট্রোলে মোতায়েন বাহিনীর গুলিতে এক পাকিস্তানি জঙ্গি মারা যায় ৷ যার পরিচয় মহম্মদ সাব্বির মালিক ৷ ওই জঙ্গির কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক ও আরও অন্যান্য হাতিয়ার পাওয়া গিয়েছে ৷ প্রসঙ্গত, ওই জঙ্গি অনুপ্রবেশের মদত দিতে পাকিস্তানের তরফে গোলাগুলি চালানো হচ্ছিল বলে অভিযোগ ৷ তবে, ভারতীয় সেনার কড়া নজরদারির জেরে পাকিস্তানি সেনাদের সেই চেষ্টা ব্যর্থ হয় ৷