জয়পুর, 30 জুন :রাজস্থানের উদয়পুরে দর্জি খুনের ঘটনায় পাকিস্তান যোগ রয়েছে, এমনই দাবি করলেন রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী রাজেন্দ্র যাদব ৷ মঙ্গলবার রাজস্থানের উদয়পুরে দর্জি কানহাইয়া লাল সাহুকে কুপিয়ে খুন করা হয় ৷ সেই নৃশংস দৃশ্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় দুই দুষ্কৃতী ৷ এই ঘটনায় পাকিস্তানি জঙ্গি জড়িত থাকার অভিযোগ ওঠে ৷ এবার একই কথা শোনা গেল রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী রাজেন্দ্র যাদবের গলাতেও (Pakistan terrorist involvement in Udaipur tailor murder, confirms Rajasthan Home Minister) ৷
মুখ্যমন্ত্রী অশোক গেহলট কানহাইয়া লালের মৃত্যুতে তাঁর পরিবারকে 50 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, তিনি একটি সর্বদলীয় বৈঠক করেছেন ৷ এই ঘটনাকে 'জঙ্গি আক্রমণ' বলে উল্লেখ করেছেন গেহলটও ৷ তিনি জানিয়েছেন, এর সঙ্গে আন্তর্জাতিক সংগঠন জড়িত ৷ দোষীদের অবশ্যই সাজা দেওয়া হবে এবং সে বিষয়ে কোনও দেরি করা হবে না ৷
এদিকে ইটিভি ভারতের প্রতিনিধিকে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী রাজেন্দ্র যাদব বলেন, "রাজস্থান সরকার সতর্ক রয়েছে ৷ এর তদন্তের দায়িত্ব এনআইএ-কে দেওয়া হয়েছে ৷" জনসাধারণকে শান্তি বজায় রাখার আর্জি জানানো হয়েছে ৷ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী গেহলটের নিহত কানহাইয়া লালের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ৷