পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতীয় চলচ্চিত্রের প্রথম খানের প্রয়াণে শোকপ্রকাশ ইমরান খানের

প্রয়াত অভিনেতা দিলীপ কুমার ৷ তাঁর চলে যাওয়ায় শোকাহত ভারত তো বটেই এমনকি বিশ্বও ৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শোকপ্রকাশ করে টুইট করলেন ৷

শোক প্রকাশ ইমরান খানের
শোক প্রকাশ ইমরান খানের

By

Published : Jul 7, 2021, 1:07 PM IST

Updated : Jul 7, 2021, 1:32 PM IST

নয়া দিল্লি, 7 জুলাই : প্রয়াত ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার ৷ তাঁর মৃত্যুতে স্তব্ধ সমগ্র ভারত ৷ তবে ভারত ছাড়িয়ে তাঁর মৃত্যুর শোক ছড়িয়েছে বিশ্বে ৷ ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করলেও তাঁর জন্ম পাকিস্তানের পেশোয়ারে ৷ পরে বাবার সঙ্গে ভারতে আসেন ছোট্ট দিলীপ ৷

আরও পড়ুন : জন্ম পেশোয়ারে, দিলীপ কুমারই বলিউডের প্রথম খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শোক প্রকাশ করে টুইট করে লেখেন, "দিলীপ কুমারের মৃত্যুর খবর পেয়ে শোকাহত ৷ তাঁর সেই উদারতা আমি ভুলতে পারব না, তিনি এসকেএমটিএইচ প্রজেক্ট চালু হওয়ার সময় কী ভাবে টাকা জোগাড় করে সাহায্য করেছিলেন ৷ ওই সময়টা সবচেয়ে সমস্যাপূর্ণ ছিল, ফান্ডের প্রথম 10% জোগাড় করাটা খুব কঠিন ছিল ৷ পাকিস্তান আর লন্ডনে তাঁর উপস্থিতি বিশাল অঙ্কের টাকা তুলতে সাহায্য করেছিল ৷"

এছাড়াও দিলীপ কুমার তাঁর সময়ের সবচেয়ে মহান এবং বৈচিত্র্যময় অভিনেতা ছিলেন বলে আরেকটি টুইটে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ৷

এসকেএমটিএইচ (SKMTH) ইমরান খানের স্বপ্নের প্রজেক্ট ছিল ৷ তাঁর মা ক্যানসারে মারা যাওয়ার পর ক্যানসার হাসপাতাল তৈরি করতে চেয়েছিলেন তিনি ৷ শৌকত খানুম মেমোরিয়াল ট্রাস্টের প্রথম প্রজেক্ট ছিল শৌকত খানুম মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার বানানো ৷ সেই কাজে প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে দিলীপ কুমার ইমরান খানের পাশে দাঁড়িয়েছিলেন ৷ লাহোর আর পেশোয়ারে তৈরি হয়েছে সেই হাসপাতাল ৷

Last Updated : Jul 7, 2021, 1:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details