পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

India vs Bharat Row: 'ইন্ডিয়া' নাম দাবি করতে পারে পাকিস্তান, সোশালের পোস্ট উসকে দিল বিতর্ক - সোশাল মিডিয়া পোস্ট

Pakistan on India vs Bharat Row: পাকিস্তানের সোশাল মিডিয়া পোস্ট দেশের নাম বদল নিয়ে বিতর্ককে আরও উসকে দিল ৷ পাক মিডিয়ার দাবি, পাকিস্তান 'ইন্ডিয়া' নাম দাবি করতে পারে ৷

India vs Bharat Row
ভারত বনাম ইন্ডিয়া

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 7:31 PM IST

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর:ভারত বনাম ইন্ডিয়া - দেশের নাম বদল নিয়ে চলা বিতর্ককে আরও উসকে দিল পাকিস্তানে ভাইরাল হওয়া কিছু সোশাল মিডিয়া পোস্ট ৷ প্রতিবেশী দেশের স্থানীয় মিডিয়া রিপোর্ট বলছে যে, ভারত যদি রাষ্ট্রসংঘে আনুষ্ঠানিকভাবে 'ইন্ডিয়া' নামটিকে বাদ দেয়, তবে সেই নামটি দাবি করতে পারে পাকিস্তান ৷

রাষ্ট্রপতি ভবন 'প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া'র বদলে 'প্রেসিডেন্ট অফ ভারত'-এর নামে 9 সেপ্টেম্বর জি20 নৈশভোজের জন্য আমন্ত্রণপত্র পাঠিয়েছে ৷ এই নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হওয়ার পর তার ঢেউ আছড়ে পড়ল সীমান্ত পাড়েও ৷ দক্ষিণ এশিয়া ইনডেক্সের টুইট করা একটি পোস্টে লেখা হয়েছে,

"পাকিস্তান 'ইন্ডিয়া' নামের দাবি করতে পারে, যদি ভারত রাষ্ট্রসংঘ স্তরে আনুষ্ঠানিকভাবে দেশের ইন্ডিয়া নামটি বাতিল করে - স্থানীয় মিডিয়া । পাকিস্তানের জাতীয়তাবাদীরা দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছে যে, পাকিস্তানের ইন্ডিয়া নামের প্রতি অধিকার রয়েছে, যেহেতু নামটি বলতে পাকিস্তানের ইন্দাস রিজিয়ন বা সিন্ধু অঞ্চলকে বোঝায় ।"

যদিও নাম পরিবর্তনের বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি এখনও দেওয়া হয়নি । এই পোস্টটি দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সোশাল মিডিয়া ব্যবহারকারীরা ৷ অনেকে এই পোস্টকে রসিকতা বলে অভিহিত করেছেন এবং অন্যরা বিষয়টি নিয়ে বিদ্রুপ করেছেন ইসলামাবাদকে ৷

একজন ব্যবহারকারী লিখেছেন, "পাকিস্তান 'ইন্ডিয়া' দাবি করে । আফগানিস্তান পাকিস্তান দাবি করতে পারে, রাশিয়া আফগানিস্তান দাবি করতে পারে, ইত্যাদি । পাকিস্তানের একেবারেই এমন চেইন প্রতিক্রিয়া শুরু করা উচিত নয় যা সম্ভবত সমগ্র বিশ্বকে জড়িত করবে ।" অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, "নাম পরিবর্তন করলেও পাকিস্তানের ভাগ্য বদলাবে না ৷"

এর একজন লিখেছেন, "তার মানে কি পাকিস্তানিরা পাকিস্তানের নাম বদলে ইন্ডিয়া, বা হিন্দুস্তান বা ইন্দুস্তান করতে চায় ?" ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগ এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে হিন্দিতে লিখেছেন, "গাওঁ বসা নহি অউর... (গ্রামই বসল না আর ডাকাতরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে)।

আরও পড়ুন:দেশের নাম বদলের জল্পনার মধ্যে প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের প্রস্তাব কেন উপেক্ষিত?

ABOUT THE AUTHOR

...view details