পোরবন্দর, 9 ফেব্রুয়ারি :গুজরাতের পোরবন্দর থেকেনৌকা সমেত78 জন ভারতীয় মৎস্যজীবীকে নিয়ে গেল পাকিস্তান ৷ গত 24 ঘণ্টায় পাকিস্তানের উপকূলরক্ষী বাহিনী মেরিটাইম সিকিউরিটি এজেন্সি বা পিএমএসএ (Pakistan Maritime Security Agency, PMSA) 13টি ভারতীয় নৌকা বাজেয়াপ্ত করেছে ৷ জানা গিয়েছে, ওখা এবং পোরবন্দর থেকে এই ভারতীয় মৎস্যজীবীদের নৌকা-সহ ধরে নিয়ে গিয়েছে পাকিস্তান (Pakistan kidnaps Indian fishermen and boats in Porbandar Arabian Sea) ৷
মঙ্গলবার 3টি মাছ ধরার নৌকা এবং তাতে থাকা 18জন মৎস্যজীবীকে তুলে নিয়ে যায় পাক উপকূল রক্ষী বাহিনী ৷ গত 24 ঘণ্টায় 78 জন ভারতীয় মৎস্যজীবী তাদের কব্জায় রয়েছে ৷ পিএমএসএ জানিয়েছে, এক সপ্তাহে 100 জনেরও বেশি সংখ্যক মৎস্যজীবী সমেত 17টি নৌকা বাজেয়াপ্ত করেছে তারা ৷
স্বভাবত, এই খবরে ভীত মৎস্যজীবী সম্প্রদায় ৷ গুজরাতে হাজার হাজার মানুষ এই পেশার সঙ্গে জড়িত ৷ ভারতীয় সমুদ্রে মাছ ধরে তাদের দিন চলে ৷ কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ, তারা প্রায়শ অবৈধভাবে মৎস্যজীবীদের তুলে নিয়ে যায় ৷