বেঙ্গালুরু, 4 ফেব্রুয়ারি : নজরদারির পাশাপাশি সীমান্ত দিয়ে অস্ত্র, বিস্ফোরক এবং মাদক পাচারের ক্ষেত্রেও ড্রোনের প্রযুক্তি কাজে লাগাচ্ছে পাকিস্তান ৷ এমনটাই দাবি বিএসএফের ডিজি রাকেশ আস্থানার৷ ফিকি-র আয়োজিত এরো ইন্ডিয়া 2021 প্রদর্শনীতে তিনি জানান, তাঁর এই দাবির স্বপক্ষে 2019 সালের 167টি এবং 2020 সালের 77টি ভিডিয়ো ফুটেজ রয়েছে ভারতের হাতে ৷ যেখানে ড্রোনের সাহায্য়ে পাচারের কাজ চালানোর ফুটেজ মিলেছে৷
ভারত-পাক সীমান্তে বহুবার ড্রোন থেকে অস্ত্র, গুলি, বিস্ফোরক এবং মাদক ফেলতে দেখা গিয়েছে ৷ পঞ্জাব ও জম্মু সেক্টরে এমন ঘটনা সবথেকে বেশি ঘটে বলেও জানান ডিজি আস্থানা৷ তিনি বলেন, ‘‘শুধুমাত্র পাচারের জন্যই নয়, সীমান্তে নজরদারি চালানোর ক্ষেত্রেও ড্রোনকে কাজে লাগাচ্ছে পাকিস্তান৷’’