পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কুলভূষণের আবেদনের অধিকারের বিল ত্রুটিপূর্ণ !

পাকিস্তানে বন্দি ভারতীয় কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশের আদালত ৷ এই রায়ের বিরুদ্ধে আবেদন জানাতে সম্প্রতি পাকিস্তানের বিধানসভায় একটি বিল পাস হয় ৷ কিন্তু বিদেশমন্ত্রকের দাবি সে বিল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের রায় মেনে তৈরি হয়নি ৷

পাকিস্তানে বন্দি ভারতীয় কুলভূষণ যাদব
পাকিস্তানে বন্দি ভারতীয় কুলভূষণ যাদব

By

Published : Jun 18, 2021, 12:08 PM IST

নয়াদিল্লি, 18 জুন : পাকিস্তানকে ফের "ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস (আইসিজে) রিভিউ অ্যান্ড রিকনসিডারেশন বিল" খতিয়ে দেখতে বলল ভারত সরকার ৷ বৃহস্পতিবার সাংবাদিকদের এই কথা জানান বিদেশমন্ত্রকের (MEA) মুখপাত্র অরিন্দম বাগচি ৷

পাকিস্তানে বন্দি 50 বছর বয়সী ভারতীয় কুলভূষণ যাদব যাতে পাকিস্তানের কোর্টে তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আবেদন জানাতে পারেন, তাঁকে সেই অধিকার দিতে সম্প্রতি পাকিস্তানে এই বিল পাস হয়েছে ৷ তবে এ দিন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বলেন, "এই বিলে বেশ কিছু খামতি আছে, তা খতিয়ে দেখে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস (ICJ)-এর রায় অনুযায়ী পাকিস্তানকে যথোপযুক্ত পদক্ষেপ করতে বলা হয়েছে ৷"

আরও পড়ুন: পাকিস্তানে পাশ হল বিশেষ বিল, মৃত্যুদণ্ড খারিজের আবেদন জানাতে পারবেন কুলভূষণ

তিনি বিলের একটি বিশেষ অংশ উল্লেখ করে বলেন, "পাকিস্তানের মিউনিসিপ্যাল কোর্ট সিদ্ধান্ত নেবে যে আদৌ পক্ষপাতদুষ্ট হয়ে যাদবকে কোনও আইনি সাহায্য নেওয়া থেকে বঞ্চিত করা হয়েছে কি না ৷ এটা আইন বিরুদ্ধ ৷ কোনও রাষ্ট্র যখন আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা মেনে বিল প্রণয়ন করেছে, তখন মিউনিসিপ্যাল কোর্ট সেই কাজের বিচারক হতে পারে না ৷"

ভারত সরকারের বয়ান অনুযায়ী কুলভূষণ যাদব একজন প্রাক্তন নৌ আধিকারিক ৷ তাঁকে গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ থেকে গ্রেফতার করে পাকিস্তান ৷ 2017 সালের 10 এপ্রিল তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেয় পাকিস্তানের হাইকোর্ট ৷ আইসিজে-র নির্দেশে এই বিল প্রণয়ন করতে বাধ্য হয়েছে ইমরান খানের সরকার ৷

ABOUT THE AUTHOR

...view details