পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজৌরিতে পাক সেনার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন, শহিদ জওয়ান - pak violates ceasefire

ক্রমাগত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান । মঙ্গলবারের পর গতকাল ফের একবার বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি শুরু করে তারা । এবার রাজৌরি জেলার সুন্দরবনী সেক্টরে ।

pak violates ceasefire in j ks-rajouri, sepoy succumbs to injuries
pak violates ceasefire in j ks-rajouri, sepoy succumbs to injuries

By

Published : Feb 4, 2021, 12:08 PM IST

রাজৌরি (জম্মু ও কাশ্মীর), 4 ফেব্রুয়ারি : ফের নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানি সেনার । গতকাল ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার সুন্দরবনী সেক্টরে । ঘটনায় লক্ষ্মণ নামে এক জওয়ান শহিদ হন ।

এক বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানি সেনার গোলাগুলিতে লক্ষ্মণ নামে ওই জওয়ান গুরুতর জখম হয়েছিলেন। পরে তিনি মারা যান । লক্ষ্মণ একজন সাহসী এবং সচেতন জওয়ান ছিলেন । তাঁর বলিদান এবং কর্তব্যনিষ্ঠার জন্য এই দেশ চিরকাল তাঁর কাছে ঋণী থাকবে।

আরও পড়ুন : প্রবল তুষারপাতে আটকে পড়েছিল মা ও সদ্যোজাত, বাড়ি পৌঁছে দিল সেনা

গত মঙ্গলবারই পুঞ্চের মানকোট সেক্টরে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গোলাগুলি শুরু করে পাক রেঞ্জাররা ৷ ঘটনায় পালটা জবাব দেয় ভারতীয় সেনাও ।

ABOUT THE AUTHOR

...view details