পুঞ্চ (জম্মু ও কাশ্মীর), 2 ফেব্রুয়ারি : আবারও নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান ৷ মঙ্গলবার পুঞ্চের মানকোট সেক্টরে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গোলাগুলি চালাতে শুরু করে পাক রেঞ্জার্সরা ৷ ভারতীয় সেনার তরফে এমনটাই জানানো হয়েছে ৷
পুঞ্চ সেক্টরে গোলাবর্ষণ পাকিস্তানের, জবাব ভারতের - মর্টার শেলিং
‘‘2 ফেব্রুয়ারি বিকেল 2.45 মিনিটে বিনা প্ররোচনায় পাকিস্তানের তরফ থেকে গোলাগুলি চালানো শুরু হয় ৷ জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার মানকোট সেক্টরে লাইন অফ কন্ট্রোলে ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানো ছাড়াও মর্টার শেলিং করা হয়,’’ বিবৃতি দিয়ে জানিয়েছে ভারতীয় সেনা ৷
আরও পড়ুন : যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে পাকিস্তানের হাইকমিশনারকে কড়া বার্তা ভারতের
‘‘2 ফেব্রুয়ারি বিকেল 2.45 মিনিটে বিনা প্ররোচনায় পাকিস্তানের তরফ থেকে গোলাগুলি চালানো শুরু হয় ৷ জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার মানকোট সেক্টরে । লাইন অফ কন্ট্রোলে ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানো ছাড়াও মর্টার শেলিং করা হয়,’’ বিবৃতি দিয়ে জানিয়েছে ভারতীয় সেনা ৷ জবাবও দেওয়া হয়েছে সেনার তরফে ৷ এর আগে 21 জানুয়ারি পুঞ্চে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান ৷ সেই ঘটনায় এক সেনা জওয়ান শহিদ হন ৷