নয়াদিল্লি, 19 জুলাই: প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মাকে হত্যার উদ্দেশ্যে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে এ দেশে ঢুকেছিল এক ব্যক্তি ৷ এমনটাই অভিযোগ পাকিস্তান নাগরিকটির বিরুদ্ধে ৷ তাকে রাজস্থানের শ্রী গঙ্গানগর থেকে গ্রেফতার করা হয়েছে ৷ ইন্টালিজেন্স ব্যুরো এবং অন্য গোয়েন্দা সংস্থার একটি যৌথ দল অভিযান চালিয়ে পাকিস্তানি নাগরিককে হাতেনাতে ধরে (Pak national crossed over India allegedly to kill Nupur Sharma held in Rajasthan) ৷
বিএফএফ-এর এক উচ্চাধিকারিক জানিয়েছেন, 16 জুলাই বেলা 11টা নাগাদ হিন্দমালকোট বর্ডার আউটপোস্টের কাছে তাকে ধরা হয় ৷ সেখানে সীমান্তরক্ষী বাহিনীর যে জওয়ানর কর্তব্যরত ছিলেন, তাঁদের কাছে ওই ব্যক্তির আচার-আচরণ সন্দেহজনক ঠেকে ৷ তাকে সঙ্গে সঙ্গে আটক করা হয় এবং তল্লাশি চালানো হয় ৷
উচ্চাধিকারিক বলেন, "আমরা একটি 11 ইঞ্চি লম্বা ছুরি, ধর্মীয় গ্রন্থ, জামাকাপড়, খাবার এবং একটি বালি ভর্তি ব্যাগ পাওয়া গিয়েছে ৷ তার নাম রিজওয়ান আশরফ ৷ পাকিস্তানের উত্তর পঞ্জাবের মাণ্ডি বাহাউদ্দিন শহরের বাসিন্দা সে ৷"