রাজৌরি (জম্মু), 25 অগস্ট: ভারতীয় সেনাবাহিনী তার সঙ্গে ভালো ব্যবহার করছে ৷ হাসপাতালের শয্যা থেকে জানালেন আহত পাক জঙ্গি ৷ সে তার নাম তাবারক হুসেন বলে জানিয়েছে ৷ বয়স মাত্র 32 ৷ সে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে কোটলি গ্রামের সাবজকোটে (Sabzkot district of Kotli, Pakistan) থাকে ৷ রবিবার ভারত-পাকিস্তান সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা এলওসি-র কাছ থেকে তাকে হাতেনাতে ধরে ভারতীয় সেনাবাহিনী ৷ গত দু'দিনে রাজৌরির কাছে লাম সেক্টরে দু'জন জঙ্গি ল্যান্ডমাইন বিস্ফোরণে মারা গিয়েছে, বুধবার একথা জানায় ভারতীয় সেনা ৷
সামরিক হাসপাতালে ভর্তি তাবারক হুসেন ভারতীয় সেনার প্রশংসা করেছে (Pak Militant Tabarak Hussain captured in LOC says Indian Army behaving well with him) ৷ সে সাংবাদিকদের বলে, "আমি জখম হওয়ার পর আমাকে এখানে হাসপাতালে নিয়ে আসা হয় ৷ আমার চিকিৎসা চলছে ৷ ভারতীয় সেনা আমায় গ্রেফতার করার সময় থেকেই ভালো ব্যবহার করছে আমার সঙ্গে ৷"
ভারতীয় সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি ব্রিগেড কম্যান্ডার ব্রিগেডিয়ার কপিল রানা (Brigadier Kapil Rana) বলেন, "21 অগস্ট, রবিবার সকালে ঝাঙ্গারে (Jhangar) টহলদারি সেনা এলওসি-র কাছে দু-তিনজন জঙ্গিকে ঘোরাফেরা করতে দেখে ৷ একজন ভারত সীমান্তের কাছে এসে বেড়া কেটে অনুপ্রবেশের চেষ্টা করছিল ৷ সেনারা তাকে সতর্ক করে ৷ জঙ্গিরা পালিয়ে যায় ৷ একজন গুলিতে জখম হয়ে পড়ে যায় ৷" বাকিরা পিছনের দিকের জঙ্গলে গা ঢাকা দিয়ে চলে যায় ৷ জখম এই পাকিস্তানি জঙ্গিকে গ্রেফতার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তার প্রয়োজনীয় অস্ত্রোপচারও হয়, জানালেন রানা ৷
আরও পড়ুন: ভারতে জঙ্গি হামলার ছক পাকিস্তানে, দাবি এনআইএর
তিনি জানিয়েছেন, এই ধৃত জঙ্গি নিজের পরিচয় দিয়েছে তাবারক হুসেন নামে ৷ তাকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য জানতে পারে সেনা ৷ রানা বলেন, "জঙ্গি স্বীকার করেছে ভারতীয় সেনা ছাউনিতে হামলা চালানোর ছক কষেছিল তারা ৷ পাকিস্তানের গোয়েন্দা (Pakistan intelligence agency) বিভাগের কলোনেল ইউনুস চৌধুরী (Col Yunus Chaudhry) তাকে ভারতে পাঠিয়েছিল এই কাজ করতে ৷ এর জন্য 30 হাজার টাকাও (পাকিস্তানি মুদ্রায়) দেয় পাক সংস্থা ৷" হুসেনের সঙ্গে আরও দুই কি তিনজন জঙ্গি ছিল ৷ তারা এলওসির কাছে ঘোরাফেরা করছিল ৷ সুযোগ বুঝে সেনা ছাউনিতে আক্রমণ করার অপেক্ষায় ছিল ৷