পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

India Pakistan Relation: দুর্যোগের আবহেও শোধরাবে না ভারত-পাক সম্পর্ক ! মন্তব্য পাক মুখপাত্রের - পাকিস্তানের বন্যা পরিস্থিতি

দুর্যোগের পরও ভারতের সঙ্গে সম্পর্ক (India Pakistan Relation) শোধরানোর কোনও আশা দেখছে না পাকিস্তান ! এমনটাই দাবি করেছেন পাক বিদেশ মন্ত্রকের (Pakistan Foreign Ministry) মুখপাত্র (Spokesperson) আসিম ইফতিখার (Asim Iftikhar) ৷

Pak Foreign Ministry Spokesperson Asim Iftikhar claims they do not expect to improve India Pakistan Relation
India Pakistan Relation: দুর্যোগের আবহেও শোধরাবে না ভারত-পাক সম্পর্ক ! মন্তব্য পাক মুখপাত্রের

By

Published : Aug 31, 2022, 2:06 PM IST

রাষ্ট্রসংঘ, 31 অগস্ট: দুর্যোগের আবহে ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, এতটাও আশা করে না প্রতিবেশী পাকিস্তান (India Pakistan Relation) ! এই দাবি করেছেন পাক বিদেশ মন্ত্রকের (Pakistan Foreign Ministry) মুখপাত্র (Spokesperson) আসিম ইফতিখার (Asim Iftikhar) ৷ মঙ্গলবার এই প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তানের বন্যা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ সেই টুইটে পাকিস্তানের প্রতি সহানুভূতি থাকলেও তাতে বিশেষ আশাবাদী নয় ইসলামাবাদ ৷ আসিম বলেন, সাধারণত দুর্যোগ বা কোনও বিপদের সময় অন্য় সমস্ত বিরোধিতা দূরে সরিয়ে রেখে প্রতিবেশী রাষ্ট্রগুলি পরস্পরের পাশে দাঁড়ায় ৷ সেটাই হওয়া উচিত ৷ কিন্তু, বর্তমান প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উন্নতি হবে, সেই সম্ভাবনা বিশেষ নেই ৷

কিন্তু, কেন এমনটা মনে করছেন আসিম ইফতিখার ? তাঁর বক্তব্য হল, ভারত-পাক সম্পর্ক মেরামত করতে হলে প্রথমেই কাশ্মীর সমস্যা মিটিয়ে ফেলা দরকার ৷ তা না করে শুধুমাত্র প্রতিবেশীর প্রতি সহানুভূতিমূলক টুইট করে কোনও লাভ হবে না ৷ প্রসঙ্গত, মঙ্গলবার রাষ্ট্রসংঘের সদর কার্যালয়ে একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয় ৷ ইসলামাবাদ থেকেই সেই বৈঠকে যোগ দেন আসিম ৷ পাকিস্তানের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির বিস্তারিত বিবরণ দেন তিনি ৷ সেই সময়েই তাঁকে প্রশ্ন করা হয়, পাকিস্তান কি মনে করছে যে তার প্রতিবেশী ভারত এই দুর্দিনে তাকে যত বেশি সম্ভব সহযোগিতা করবে ? কারণ, বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে, এই ধরনের দুর্যোগ অনেক সময় দ্বিপাক্ষিক সম্পর্ক মেরামতের সিঁড়ি হয় ৷

আরও পড়ুন:শ্রীলঙ্কার বায়ুসেনার হাতে গ্রেফতার 6 ভারতীয় মৎস্যজীবী

এর জবাবে আসিম বলেন, "আপনারা নিশ্চয় নরেন্দ্র মোদির টুইট বার্তা দেখেছেন ৷ আমি বলতে চাই, এটি একটি মানবিক পরিস্থিতি ৷ এবং এই পরিস্থিতি খুবই স্বাভাবিক ৷ এইরকম একটি সময় বিবাদ দূরে সরিয়ে রেখে একে অপরের পাশে দাঁড়ানো উচিত ৷ এটিই একমাত্র যুক্তিসঙ্গত বিষয় ৷ আমরাও তা বুঝি ৷"

পাকিস্তানের বন্য়া প্রসঙ্গে নরেন্দ্র মোদি একটি টুইট করেছিলেন ৷ তাতে ভারতের প্রধানমন্ত্রী লেখেন, "পাকিস্তানে বন্যার জেরে যে বিধ্বস্ত পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আমি মর্মাহত ৷ দুর্গত, আহত এবং আক্রান্তদের সকলের পরিবারের প্রতি আমাদের সকলের আন্তরিক সহমর্মিতা রয়েছে ৷ আমাদের আশা, এই দুর্যোগ কাটিয়ে খুব দ্রুত পাকিস্তানের জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরবে ৷"

এই টুইটের কথা উল্লেখ করেই আসিম ইফতিখার বলেন, "আমরা যদি বৃহত্তর পরিসরে ছবিটি দেখি, তাহলে সেটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷ আমার মনে হয়, আপানারাও সেই ইতিবাচক ভূমিকা দেখতে পাবেন না, যা ভরসা জোগাতে পারে ৷ যা দু'টি দেশের মধ্যে সম্পর্ক মেরামত করতে পারে ৷"

ABOUT THE AUTHOR

...view details