পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নাবালকদের উপর কোভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু জুনে - ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল

শেষমেশ 2-18 বছর বয়সের জন্য ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল শুরু করছে ভারত বায়োটেক ৷ জুন মাসে শুরু হবে পরীক্ষা ৷

ভারত বায়োটেক
ভারত বায়োটেক

By

Published : May 24, 2021, 1:43 PM IST

নিউ দিল্লি, 24 মে : জুন মাসে বাচ্চাদের উপর কোভিড-19 ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে ভারতে ৷ শনিবার হায়দরাবাদে এফআইসিসিআই লেডিজ অর্গানাইজেশন (এফএলও)-র একটি বৈঠকে এই ঘোষণা করা হয় সংস্থার তরফে ৷

ভারত বায়োটেকের অন্যতম আধিকারিক রাচেস এলা বলেছেন "2-18 বছরের বাচ্চাদের উপর ট্রায়াল চালানো হবে ৷"

ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি মিলিত ভাবে দেশে কোভিড-19 ভ্যাকসিন কোভ্যাকসিন উৎপাদন করছে ৷ এই তিনটি সংস্থাই জুন মাসে ট্রায়াল শুরু করবে ৷

ABOUT THE AUTHOR

...view details