পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Padma Award 2023: ঘোষিত পদ্ম সম্মান! মরণোত্তর পদ্মবিভূষণে সম্মানিত 'ওআরএস' আবিষ্কারক দীলিপ মহালনবিশ - ঘোষিত হল পদ্মপ্রাপকদের তালিকা

ঘোষিত হল 2023 সালের পদ্ম সম্মান প্রাপকদের তালিকা (Padma Awards 2023 announced) । নর্থ ব্লকের ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছর পদ্ম সম্মান পাচ্ছেন 106 জন । তাদের মধ্যে 6 জন পদ্ম বিভূষণ, 9 জন পদ্মভূষণ এবং 91 জন পদ্মশ্রী পাচ্ছেন । বাংলা থেকে ওই তালিকায় রয়েছেন 4 জন ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 25, 2023, 9:50 PM IST

Updated : Jan 25, 2023, 10:57 PM IST

নয়াদিল্লি, 25 জানুয়ারি: ঘোষিত হল 2023 সালের পদ্ম সম্মান প্রাপকদের তালিকা (Padma Awards 2023 announced) । নর্থ ব্লকের ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে , চলতি বছর পদ্ম সম্মান পাচ্ছেন 106 জন । তাদের মধ্যে 6 জন পদ্ম বিভূষণ, 9 জন পদ্মভূষণ এবং 91 জন পদ্মশ্রী পাচ্ছেন । বাংলা থেকে ওই তালিকায় রয়েছেন 4 জন ।

মরণোত্তর পদ্মবিভূষণ পাচ্ছেন দীলিপ মহালনবীশ । একই সঙ্গে মরণোত্তর পদ্মবিভূষণ প্রাপকের তালিকায় নাম রয়েছে মুলায়ম সিং যাদবেরও । সদ্যপ্রয়াত সপা নেতাকে সম্মান জানাচ্ছে কেন্দ্র । তালিকায় রয়েছেন তবলা মায়েস্ত্রো জাকির হোসেন, কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এসএম কৃষ্ণার নামও ।

আরও পড়ুন: পদ্মশ্রী সম্মানে ভূষিত বোলপুরের ‘এক টাকার ডাক্তার’

পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পাচ্ছেন প্রীতিকণা গোস্বামী (শিল্পকলা), মংলাকান্ত রায় (শিল্পকলা) ও ধনিরাম টোটো (শিক্ষা ও সাহিত্য) ।

পদ্ম সম্মান প্রাপকদের তালিকা :

2023 সালের পদ্ম সম্মান প্রাপকদের তালিকা
2023 সালের পদ্ম সম্মান প্রাপকদের তালিকা
2023 সালের পদ্ম সম্মান প্রাপকদের তালিকা
2023 সালের পদ্ম সম্মান প্রাপকদের তালিকা
2023 সালের পদ্ম সম্মান প্রাপকদের তালিকা
Last Updated : Jan 25, 2023, 10:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details