পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হোজাগিরি নৃত্যকে নতুন পরিচয় দিয়ে 'পদ্মশ্রী' সত্যরাম রেয়াং

সত্যরাম রেয়াং৷ তিনি একজন হোজাগিরি নৃত্যশিল্পী ৷ ত্রিপুরার রেয়াং জাতির ঐতিহ্য এই নাচ ৷ তা নিয়েই উল্লেখযোগ্য অবদান রাখার জন্য তাঁকে এবার পদ্মশ্রী দেওয়া হয়েছে ৷

হোজাগিরি নৃত্যকে নতুন পরিচয় দিয়েছেন পদ্মশ্রী সত্যরাম রেয়াং
হোজাগিরি নৃত্যকে নতুন পরিচয় দিয়েছেন পদ্মশ্রী সত্যরাম রেয়াং

By

Published : Jan 28, 2021, 9:49 AM IST

দক্ষিণ ত্রিপুরা, 27 জানুয়ারি : দশমী রিয়াং ৷ দক্ষিণ ত্রিপুরার একটি গ্রাম ৷ চারিদিকে ধানজমিতে ঘেরা এই গ্রামই এখন আলোচনার কেন্দ্রে ৷ কারণ এই গ্রামের সত্যরাম রেয়াং পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার ৷ তিনি একজন হোজাগিরি নৃত্যশিল্পী ৷ ত্রিপুরার রেয়াং জাতির ঐতিহ্য এই নাচ ৷ সেখানে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য তাঁকে এই সম্মান দেওয়া হয়েছে ৷

তবে এখন তিনি আর বয়সের কারণে এই নাচে অংশগ্রহণ করতে পারেন না ৷ কারণ 2011 সালে তাঁর ব্রেন স্ট্রোক হয় ৷ তার আগে 2008 সালেও তাঁর একবার স্ট্রোক হয়েছিল ৷ তার পর থেকে তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে ৷

আরও পড়ুন :মোবাইল ফোন হারিয়ে যাওয়ায় বাবাকে খুন করল মেয়ে

শিল্পীর নাতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, 2004 সালে তাঁর দাদুকে সংগীত নাটক অ্যাকাডেমি পুরস্কার দেওয়া হয়েছিল৷ এবার পদ্ম-সম্মান দেওয়া হল৷ এতে তাঁরা খুব খুশি৷ তিনি বলেন, তাঁর দাদু সত্যরাম রেয়াং হোজাগিরি শিখছেন সেই 17 বছর বয়স থেকে ৷ তাঁদের কমিউনিটি অ্যাকাডেমিতে এক সময় অনেককে পড়িয়েছেন সত্যরাম রেয়াং৷ কিন্তু সেই অ্যাকাডেমির অবস্থা এখন ভালো নয় বলে তিনি জানান৷

ABOUT THE AUTHOR

...view details