মুম্বই, 25 মে :একদিকে যখন ঘূর্ণিঝড় যশের আগমন বার্তায় কাঁপছে বাংলা, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ ৷ ঠিক তখনই ঘূর্ণিঝড় তখতের ক্ষত গুণছে মহারাষ্ট্র ৷ মুম্বই লাগোয়া আরব সাগরে এখনও মৃতদেহের সন্ধানে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে ভারতীয় নৌসেনা ৷ একটি ডুবে যাওয়া জাহাজ উদ্ধারের কাজে হাত দিয়েছে তারা ৷
সূত্রের খবর, উদ্ধারকাজে নেমে এখনও পর্যন্ত এই এলাকা থেকে 71 টি মৃতদেহ উদ্ধার করেছেন ভারতীয় নৌসেনার সদস্যরা ৷ বাহিনীর তরফে এই তথ্যের সত্যতাও স্বীকার করা হয়েছে ৷ মুম্বই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া মৃতদেহগুলির শনাক্তকরণ করা হচ্ছে ৷ তাঁদের পরিচয় পাওয়া গেলেই দেহগুলি মৃতদের আত্মীয়দের হাতে তুলে দেওয়া হবে ৷ তবে ইতিমধ্যেই 21 টি দেহ নিয়ে সমস্য়া দেখা দিয়েছে ৷ তাঁদের পরিচয় জানা যায়নি ৷ তাই নিখোঁজ ব্য়ক্তিদের আত্মীয়দের ডিএনএ সংগ্রহ করে তার সঙ্গে মৃতদের ডিএনএ মিলিয়ে দেখা হচ্ছে ৷