পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

P Chidambaram: এক দেশ এক ভোটের বিরোধিতা করবে কংগ্রেস, ওয়ার্কিং কমিটির বৈঠকের পর জানালেন চিদম্বরম - কংগ্রেস

P Chidambaram on One Nation One Poll: বিজেপি যখন এক দেশ এক ভোটের পক্ষে সওয়াল করছে, তখন কংগ্রেস এর বিরোধিতায় কোমর কষছে ৷ শনিবার এই বিষয়টি স্পষ্ট হয়েছে কংগ্রেস নেতা পি চিদম্বরমের কথায় ৷ তিনি জানিয়েছেন, এক দেশ এক ভোটের বিরোধিতা করবে কংগ্রেস ৷ ওয়ার্কিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে ৷

P Chidambaram
P Chidambaram

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 8:09 PM IST

হায়দরাবাদ, 16 সেপ্টেম্বর: ‘এক দেশ, এক নির্বাচন’-এর পক্ষে সওয়াল করছে বিজেপি ৷ এই নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটিও গঠন করেছে কেন্দ্রীয় সরকার ৷ কিন্তু সারা দেশে ভোট একসঙ্গে করার পক্ষপাতি নয় কংগ্রেস ৷ কংগ্রেসের ওয়ার্কিং কমিটি এই ধরনের প্রস্তাবের বিপক্ষেই মত দিয়েছে বলে শনিবার জানিয়েছেন দলের সিনিয়র নেতা পি চিদম্বরম ৷

তেলেঙ্গানার হায়দরাবাদে শনিবার শুরু হয়েছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক ৷ প্রথমদিনের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন কংগ্রেসের নেতারা ৷ সেখানেই চিদম্বরম এই কথা জানান ৷ এছাড়া তিনি জানান, কংগ্রেস প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যে চিঠির লিখেছিলেন, তার জবাব এখনও দেয়নি সরকার । একই সঙ্গে তিনি সরব হয়েছেন মণিপুর ইস্যু নিয়ে ৷ সেখানে দেড়শোর বেশি প্রাণ গিয়েছে বলে তাঁর দাবি ৷ এই ইস্যুতে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর উপরই দায় চাপিয়েছেন ৷

রাজ্যসভার কংগ্রেস সাংসদ চিদম্বরম বলেন, ‘‘5 মে থেকে মণিপুর জ্বলছে । প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) বেশ কয়েকটি দেশ সফর করার সময় পেয়েছেন ৷ আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য এবং ফিরে এসে জি20-তেও যোগ দেওয়ার সময় পেয়েছেন ৷ কিন্তু আশ্চর্যজনক এবং গভীরভাবে হতাশাজনক যে তিনি মণিপুরে যাওয়ার দুই ঘণ্টা সময়ও খুঁজে পাননি । সংসদ অধিবেশন শুরুর ঠিক আগে মণিপুরের দুই মিনিটের উল্লেখ ছাড়া তিনি মণিপুর নিয়ে কোনও কথা বলেননি ।’’

তিনি আরও জানান যে ওয়ার্কিং কমিটির বৈঠক চলাকালীন সোনিয়া গান্ধি একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছেন, যা বিস্তারিতভাবে শীঘ্রই প্রকাশ করা হবে । পাশাপাশি সংসদের আসন্ন বিশেষ অধিবেশন নির্বাচন কমিশনের মুখ্য কমিশনার নিয়োগ সংক্রান্ত বিলের বিরোধিতা কংগ্রেস করবে বলে তিনি জানিয়েছেন ৷

চিদম্বরমের আরও বক্তব্য, দেশে মুদ্রাস্ফীতি, বেকারত্ব বাড়ছে৷ আর্থিক বৃদ্ধি কমছে ৷ রফতানি ও আমদানি কমে যাচ্ছে । এখন বেশ কয়েক মাস ধরে, আরবিআই মুদ্রাস্ফীতির কথা বলে সুদের হার বাড়িয়ে চলেছে । আবার সুদের হার বাড়াবে । বেশ কয়েকটি সূচক গুরুতর সংকটের দিকে ইঙ্গিত করছে ৷

চিদম্বরম জানিয়েছেন, কংগ্রেস ওয়ার্কিং কমিটি একটি খসড়া রেজুলেশন নিয়ে আলোচনা করছে । এখনও আলোচনা চলছে । সেখানে দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে ৷ এটাই দেশের বড় চ্যালেঞ্জ বলে মনে করে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি ৷ তাছাড়া আরও একবার ভারত জোড়ো যাত্রা আয়োজনের অনুরোধ ওয়ার্কিং কমিটির সদস্য়রা জানিয়েছেন ৷ এই বিষয়ে আলোচনা চলছে ৷

সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যসভায় কংগ্রেসের আরেক সাংসদ জয়রাম রমেশ ৷ তিনিও মোদি সরকারের বিরুদ্ধে সরব হন ৷ পাশাপাশি জানান, কংগ্রেস ওয়ার্কিং কমিটি মণিপুরে হিংসা, কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা ওমেন চান্ডির মৃত্যু এবং হিমাচল প্রদেশকে ধ্বংসাত্মক ট্র্যাজেডি নিয়ে তিনটি প্রস্তাব পাস করেছে ।

আরও পড়ুন:বিজেপির ইন্ধনে হিংসার ঘটনা বৃদ্ধি পাওয়ায় দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, অভিযোগ খাড়গের

ABOUT THE AUTHOR

...view details