হায়দরাবাদ, 16 সেপ্টেম্বর: ‘এক দেশ, এক নির্বাচন’-এর পক্ষে সওয়াল করছে বিজেপি ৷ এই নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটিও গঠন করেছে কেন্দ্রীয় সরকার ৷ কিন্তু সারা দেশে ভোট একসঙ্গে করার পক্ষপাতি নয় কংগ্রেস ৷ কংগ্রেসের ওয়ার্কিং কমিটি এই ধরনের প্রস্তাবের বিপক্ষেই মত দিয়েছে বলে শনিবার জানিয়েছেন দলের সিনিয়র নেতা পি চিদম্বরম ৷
তেলেঙ্গানার হায়দরাবাদে শনিবার শুরু হয়েছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক ৷ প্রথমদিনের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন কংগ্রেসের নেতারা ৷ সেখানেই চিদম্বরম এই কথা জানান ৷ এছাড়া তিনি জানান, কংগ্রেস প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যে চিঠির লিখেছিলেন, তার জবাব এখনও দেয়নি সরকার । একই সঙ্গে তিনি সরব হয়েছেন মণিপুর ইস্যু নিয়ে ৷ সেখানে দেড়শোর বেশি প্রাণ গিয়েছে বলে তাঁর দাবি ৷ এই ইস্যুতে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর উপরই দায় চাপিয়েছেন ৷
রাজ্যসভার কংগ্রেস সাংসদ চিদম্বরম বলেন, ‘‘5 মে থেকে মণিপুর জ্বলছে । প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) বেশ কয়েকটি দেশ সফর করার সময় পেয়েছেন ৷ আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য এবং ফিরে এসে জি20-তেও যোগ দেওয়ার সময় পেয়েছেন ৷ কিন্তু আশ্চর্যজনক এবং গভীরভাবে হতাশাজনক যে তিনি মণিপুরে যাওয়ার দুই ঘণ্টা সময়ও খুঁজে পাননি । সংসদ অধিবেশন শুরুর ঠিক আগে মণিপুরের দুই মিনিটের উল্লেখ ছাড়া তিনি মণিপুর নিয়ে কোনও কথা বলেননি ।’’
তিনি আরও জানান যে ওয়ার্কিং কমিটির বৈঠক চলাকালীন সোনিয়া গান্ধি একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছেন, যা বিস্তারিতভাবে শীঘ্রই প্রকাশ করা হবে । পাশাপাশি সংসদের আসন্ন বিশেষ অধিবেশন নির্বাচন কমিশনের মুখ্য কমিশনার নিয়োগ সংক্রান্ত বিলের বিরোধিতা কংগ্রেস করবে বলে তিনি জানিয়েছেন ৷