পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অক্সিজেন এক্সপ্রেস : 70 টন প্রাণবায়ু নিয়ে রাতেই রাজধানীর উদ্দেশে রওনা

কেজরিওয়ালের সরকারকে তৈরি থাকতে বলা হয়েছে রেলের তরফে ৷ অক্সিজেন এক্সপ্রেস দিল্লিতে পৌঁছালে সেগুলি যত দ্রুত সম্ভব যাতে নির্দিষ্ট গন্তব্য পৌঁছে দেওয়া যায়, তার জন্য ট্যাঙ্কার প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে ৷

অক্সিজেন এক্সপ্রেস
ছবি

By

Published : Apr 25, 2021, 9:57 PM IST

নয়াদিল্লি, 25 এপ্রিল : আজ রাতেই রায়গড় থেকে 70 টন প্রাণদায়ী গ্যাস নিয়ে রাজধানীর উদ্দেশে রওনা দিচ্ছে অক্সিজেন এক্সপ্রেস ৷ চারটি অক্সিজেন ট্যাঙ্কার নিয়ে ট্রেনটি আগামীকাল রাতে দিল্লি পৌঁছাবে ৷

অঙ্গুল, কলিঙ্গনগর, রৌড়কেলা এবং রায়গড় থেকে দিল্লিতে অক্সিজেন পাঠানোর পরিকল্পনা করেছে ভারতীয় রেল ৷ সেইমতো কেজরিওয়ালের সরকারকে তৈরি থাকতে বলা হয়েছে রেলের তরফে ৷ অক্সিজেন এক্সপ্রেস দিল্লিতে পৌঁছালে সেগুলি যত দ্রুত সম্ভব যাতে নির্দিষ্ট গন্তব্য পৌঁছে দেওয়া যায়, তার জন্য ট্যাঙ্কার প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে দিল্লি সরকারকে ৷

বিগত কিছুদিন ধরে দিল্লিতে অক্সিজেন নিয়ে হাহাকার পড়ে গিয়েছে ৷ কোথাও কয়েক ঘণ্টার অক্সিজেন বাকি ৷ কোথাও তাও নেই ৷ অক্সিজেন অভাবে প্রাণ হারাচ্ছেন মুমুর্ষ রোগীরা ৷ নিরুপায় চিকিৎসকরা ৷ চোখের সামনে রোগীকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখছেন ৷ কিন্তু অক্সিজেন ছাড়া বাঁচানোর আর কোনও বিকল্প পথ নেই ৷ কয়েকঘণ্টা অন্তর অন্তর হাসপাতালগুলি থেকে খবর আসছে -- অক্সিজেন শেষ ৷

আরও পড়ুন : কাঠের ভাঁড়ার শূন্য, দেহ সৎকারের জন্য চেয়ার-টেবিল দান স্থানীয়দের

নিরুপায় দিল্লির মুখ্যমন্ত্রীও ৷ দু'দিন আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভেঙে পড়তে দেখা গিয়েছিল কেজরিওয়ালকে ৷ হাত জোড় করে অনুরোধ করেছিলেন, কিছু একটা ব্যবস্থা করুক কেন্দ্র ৷

এই পরিস্থিতিতে সঙ্কট মোচনে এগিয়ে আসে ভারতীয় রেল ৷ অক্সিজেন এক্সপ্রেস চালু করার সিদ্ধান্ত নেয় রেল ৷ লিকুইড মেডিকেল অক্সিজেন এবং অক্সিজেন সিলিন্ডার দেশের বিভিন্ন প্রান্ত পাঠানো হচ্ছে এই বিশেষ ট্রেনের মাধ্যমে ৷

ABOUT THE AUTHOR

...view details