দিল্লি, 11 জানুয়ারি : সেরাম ইনস্টিটিউটের কোরোনা ভ্যাকসিনের ভায়াল পিছু দাম হবে 200 টাকা। কেন্দ্রীয় সরকারের সঙ্গে দাম সংক্রান্ত চুক্তি হয়ে গেলে এটা নির্ধারিত হবে বলে একটি সূত্র থেকে এই তথ্য পাওয়া গিয়েছে। ওই সূত্র জানাচ্ছে, সেরামের ভ্যাকসিনের প্রথম 100 মিলিয়ন ডোজ়ের দাম 200 টাকা করে হবে। অন্যদিকে প্রাথমিকভাবে সেরাম সরকারকে 11 মিলিয়ন ভ্যাকসিন দেবে বলে জানা গিয়েছে। এদিনই দামের বিষয়টি নির্ধারিত হয়ে যাবে বলে ওই সূত্র থেকে জানা গিয়েছে।
অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকা আবিষ্কার করেছে কোরোনার ভ্যাকসিন কোভিশিল্ড। ওই ভ্যাকসিন ভারতে তৈরি করার বরাত পেয়েছে সেরাম ইনস্টিটিউট। তারাই ভারত সরকারকে ভ্যাকসিনের ব্যবস্থা করে দেবে। প্রতি সপ্তাহে তারা একটি নির্দিষ্ট পরিমাণ ভ্যাকিসিনের ডোজ় সরকারকে পাঠাবে।