হায়দরাবাদ: করোনার পর থেকে মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন এসেছে ৷ প্রথম সারির দেশ ইউরোপ ও মার্কিন মুলুকের নাগরিকদের জীবনযাত্রায় পরিবর্তন ব্যাপকভাবে পরিলক্ষিত হয়েছে ৷ এই দুই দেশে নাগরিকরা 90 শতাংশ পর্যন্ত সময় ঘরে মধ্যে কাটায় । দিনের বেশিরভাগ সময় বাড়ির মধ্যে কাটানের ফলে মানসিক স্বাস্থ্যের উপর তা বিশেষভাবে প্রভাব ফেলে ৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) একটি সমীক্ষায় উঠে এসেছে, বাড়িতে বেশিরভাগ সময় কাটানোর ফলে বিশ্বে 5 শতাংশ নাগরিক বিষণ্ণতায় ভোগে । করোনা পরবর্তীতে 2021-22 সালে যুক্তরাজ্যে কর্মদিবস 55 শতাংশ কমে গিয়েছিল ৷ ফলে নাগরিকদের মধ্যে স্ট্রেস, হতাশা এবং উদ্বেগ বাড়তে থাকে । মনে রাখতে হবে মানসিক স্বাস্থ্যের উন্নতি আমাদের এগিয়ে দিতে পারে ৷ যারা সারাদিন বাড়িতেই অনেকটা সময় কাটান তাঁরা সহজেই গাছ লাগিয়ে মানসিক উৎকণ্ঠা ও স্ট্রেস থেকে নিজেদের রক্ষা করতে পারেন ৷
গবেষণায় দেখা গিয়েছে বাড়িতে গাছ লাগালে মানসিক চাপ কমে ৷ সেইসঙ্গে শারীরিক স্বাস্থ্যেরও উন্নতি হয় ৷ প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক মনকে চাপমুক্ত রাখে ৷ সমীক্ষায় দেখা গিয়েছে যে সমস্ত বাড়িতে গাছ আছে সেই বাড়ির পরিবেশ ও মানুষজন খুবই চনমনে ৷
গত বছরই ইউনিভার্সিটি অফ রিডিং এবং রয়্যাল হর্টিকালচারাল সোসাইটি সহকর্মীদের 520 জনের উপর একটি সমীক্ষা করেছিল ৷ সেখানেই তাদের প্রিয় গাছ সম্পর্কিত একাধিক প্রশ্ন করা হয়েছিল ৷ 12টি বিভিন্ন আকৃতির গাছের ছবি দেখিয়ে সেগুলি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল ৷ অংশগ্রহণকারীরা গাছগুলির উপকারিতা তুলে ধরার পাশাপাশি সেগুলির প্রজাতির কথাও উল্লেখ করেছিলেন ৷ সাধারণত লন্ডনের অধিকাংশ বাড়ি ও অফিসে বিশেষ কিছু প্রজাতির গাছ দেখা যায় ৷ সেদেশের নাগরিকদের বিশ্বাস, বাড়িতে গাছ থাকলে তা বাড়ির মধ্যে পজিটিভ শক্তি আনে ৷ বাসিন্দাদের মানসিক স্বাস্থ্য উন্নত করে ৷