পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 22, 2023, 1:20 PM IST

ETV Bharat / bharat

Dehradun Smart City Project: তারের 'জটা' সরিয়ে স্মার্ট হবে দেরাদুন, খরচ হবে 500 কোটি !

স্মার্ট সিটি প্রকল্পের আওতায় দেরাদুন (Dehradun Smart City Project) শহর থেকে বিদ্যুৎবাহী তারের ঝুলন্ত জট সরিয়ে ফেলা হবে ৷ একথা জানিয়েছেন উত্তরাখণ্ড শক্তি নিগম লিমিটেড (Uttarakhand Power Corporation Limited) বা ইউকে-ইউপিসিএলের (UK-UPCL) ম্য়ানেজিং ডিরেক্টর অনিল কুমার ৷

overhead power lines will be removed under Dehradun Smart City Project
তারের জটা

দেরাদুন, 22 জানুয়ারি: শীঘ্রই বিদ্যুৎবাহী তারের ঝুলন্ত জট থেকে মুক্তি পাবে উত্তরাখণ্ডের (Uttarakhand) রাজধানী শহর দেরাদুন (Dehradun) ৷ এমনটাই জানিয়েছেন, উত্তরাখণ্ড শক্তি নিগম লিমিটেড (Uttarakhand Power Corporation Limited) বা ইউকে-ইউপিসিএলের (UK-UPCL) ম্য়ানেজিং ডিরেক্টর অনিল কুমার ৷ ভারতের অন্যান্য অসংখ্য শহরের মতো দেরাদুনেও বিদ্যুৎ সরবরাহ করা হয় ঝুলন্ত তারের মাধ্যমে ৷ তারের পর তার টানার ফলে সেই ব্যবস্থাপনা কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে ৷ উপরন্তু, এভাবে বিদ্যুৎ সরবরাহের খরচও বেশি ৷ তাই এবার মাটির নীচে দিয়ে বিদ্যুৎ সরবরাহের লাইন পাতা হবে ৷

অনিল জানিয়েছেন, স্মার্ট সিটি প্রকল্পের আওতায় দেরাদুনে (Dehradun Smart City Project) এই কাজ করা হবে ৷ এর জন্য খরচ হবে 500 কোটি টাকা ৷ শহরে বিদ্যুৎবাহী তারের যে ঝুলন্ত জাল তৈরি হয়েছে, তার সমস্তটাই সরিয়ে ফেলা হবে ৷ বদলে নতুন লাইন তৈরি করা হবে মাটির নীচে দিয়ে ৷ এতে আগামী দিনে বিদ্যুৎ সরবরাহের খরচ কমবে ৷ এবং দুর্ঘটনার সম্ভাবনাও অনেকটাই নিয়ন্ত্রণে আনা যাবে ৷

আরও পড়ুন:উত্তরাখণ্ডের ছোট্ট গ্রামে বইয়ের তীর্থক্ষেত্র! বসন্ত পঞ্চমীতে উদ্বোধন

ইতিমধ্য়েই এই প্রকল্পের জন্য করা আবেদন মঞ্জুর করেছে এশিয়ান ডেভলপমেন্ট ব্য়াংক (Asian Development Bank) বা এডিবি (ADB) ৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী তিন থেকে চারমাসের মধ্যেই নতুন প্রকল্পের কাজ শুরু করে দেওয়া হবে ৷ উল্লেখ্য, সরকারের পক্ষ থেকে 2015 সালের 15 জুন স্মার্ট সিটি মিশন (Smart Cities Mission) শুরু করে কেন্দ্রীয় সরকার ৷ তার আওতায় 100টিরও বেশি শহরকে স্মার্ট সিটি হিসাবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ এর মধ্যে সর্বাধিক 13টি শহর রয়েছে উত্তরপ্রদেশে ৷ তালিকায় থাকা দ্বিতীয় ও তৃতীয় রাজ্য দু'টি যথাক্রমে তামিলনাড়ু ও মহারাষ্ট্র ৷ এই দুই রাজ্যের যথাক্রমে 12 ও 10টি শহর স্মার্ট সিটি হিসাবে গড়ে তোলা হবে ৷

অনিল আরও জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহকারী ঝুলন্ত তারই যে শুধু সমস্যা তৈরি করে, তাই নয় ৷ সমস্য়া হয় বিদ্যুতের খুঁটি নিয়েও, যেখানে এই তারগুলি সংযুক্ত থাকে ৷ রাস্তা চওড়া করার কাজ হোক, কিংবা অন্যান্য নির্মাণ বা সংস্কারের কাজ, সবক্ষেত্রেই বাধা সৃষ্টি করে এগুলি ৷ কিন্তু, বিদ্যুতের লাইন মাটির নীচে দিয়ে গেলে সেই সমস্য়াও আর থাকবে না ৷

ABOUT THE AUTHOR

...view details