পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Massive Fire in Malad: বিধ্বংসী আগুনে ভস্মীভূত বস্তি ! ঘরহারা হাজারখানেক, মৃত এক শিশু - বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন

মুম্বইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ সোমবার দুপুরে এখানে মালাড এলাকার একটি বস্তিতে আগুন লাগে ৷ আর তাতেই পুড়ে গিয়েছে প্রায় এক হাজার বস্তিঘর ৷ বহু মানুষ এখন ত্রাণশিবিরে (Fire breaks out in Malad Mumbai) ৷

Fire in Shanties
বস্তিতে আগুন

By

Published : Mar 14, 2023, 9:19 AM IST

মুম্বই, 14 মার্চ: ভয়াবহ আগুনে পুড়ে মারা গেল একটি শিশু ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মালাড এলাকায় ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর নাগাদ এখানে বস্তি এলাকায় বিধ্বংসী আগুন লাগে ৷ এতেই শিশুটির এই পরিণতি ৷ প্রায় এক হাজার বস্তির ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ বহু মানুষ ঘরছাড়া হয়ে গিয়েছে ৷ আপাতত তাদের স্থানীয় একটি ত্রাণ শিবিরে থাকার বন্দোবস্ত করেছে প্রশাসন (Fire in Malad Shanties in Mumbai) ৷

দমকল সূত্র অনুযায়ী, আনন্দ নগরের আপ্পা পাডা অঞ্চলে একটি সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের শুরু ৷ 10 হাজার বর্গ কিলোমিটার জায়গার মধ্যে অত্যন্ত ঘেঁষাঘেঁষি করে বস্তির ঘরগুলি ছিল ৷ সেগুলি পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে ৷ সন্দেহ করা হচ্ছে, কোনও একটি ঘরে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে প্রথম আগুন লাগে ৷ তা দ্রুত একের পর এক ঘরে ছড়িয়ে পড়ে ৷ এরপর আরও অনেক সিলিন্ডার বিস্ফোরণ হয় ৷ সোমবার অধিক রাতে, প্রত্যক্ষদর্শীরা জানান, কমপক্ষে 17 সিলিন্ডারের বিস্ফোরণ হয়েছে ৷ দমকল বাহিনী এই অগ্নিকাণ্ড 'তৃতীয় স্তরের' (level three fire) বলে উল্লেখ করেছে ৷ তারা জানিয়েছে ইলেকট্রিক তার, ইলেকট্রিক ইনস্টলেশন, এলপিজি সিলিন্ডার, জামাকাপড়, বিছানা, ঘরের অন্য সব জিনিসপত্র পুড়ে গিয়েছে ৷

এলাকার বাসিন্দারা এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ভিডিয়ো করেছেন ৷ তাতে দেখা যাচ্ছে, বিধ্বংসী আগুনে বস্তি থেকে কালো ধোঁয়া আকাশ ছুঁয়েছে ৷ দুর্ঘটনাস্থলের কয়েক কিলোমিটার দূর থেকে ওই ধোঁয়া চোখে পড়ছিল ৷ বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (Brihanmumbai Municipal Corporation) আধিকারিকেরা জায়গাটি ঘুরে দেখেন ৷ সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করেন ৷ তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয় ৷ এর আগে 3 মার্চ দিল্লির সুলতানপুরী রোডের বস্তিতে এরকম একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল ৷ সেবারেও বহু বহু বস্তির ঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায় ৷

আরও পড়ুন: বয়লার বিস্ফোরণের জেরেই বিপত্তি, নাসিক অগ্নিকাণ্ডে মৃত দুই; আহত কমপক্ষে 17

ABOUT THE AUTHOR

...view details