পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Assam Flood : অসমে বন্যায় প্রায় সাড়ে 6 লক্ষের মানুষ ক্ষতিগ্রস্ত, মৃত অন্তত 25 - অসমে বন্যায় প্রায় সাড়ে 6 লক্ষের মানুষ ক্ষতিগ্রস্ত

অসমের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি ৷ সাড়ে 6 লক্ষের বেশি মানুষ ঘরছাড়া (Over Six Lakhs People are Affected in Assam Flood) ৷ কয়েক হাজার হেক্টর জমির ফসল জলের তলায় চলে গিয়েছে ৷ 22 জেলায় এখনও পর্যন্ত 25 জনের মৃত্যু হয়েছে ৷

Assam Flood News
অসমে বন্যায় প্রায় সাড়ে 6 লক্ষের মানুষ ক্ষতিগ্রস্ত

By

Published : May 24, 2022, 2:23 PM IST

গুয়াহাটি, 24 মে : অসমে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে বলে জানাল রাজ্য প্রশাসন ৷ তবে, মৃত্যুর সংখ্যা 25 হয়েছে বলে খবর ৷ আর অসমের বন্যায় 22 জেলায় প্রায় সাড়ে 6 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে (Over Six Lakhs People are Affected in Assam Flood) ৷ অসমের রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিলচরের কাছার জেলায় এক ব্যক্তি বন্যার জলে তলিয়ে গিয়েছেন ৷

অসমের রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে- বারপেতা, কাছার, দাররাংগ, ধূবড়ি, ডিব্রুগড়, ডিমা হাসাও, গোলপাড়া, গোলাঘাট, হাইলাকান্দি, হোজাই, কামরূপ, কাপরূপ মেট্রোপলিটান, কারবি আংগলংগ পশ্চিম, করিমগঞ্জ, লখিমপুর, মাজুলি, মরিগাওঁ, নাগাওঁ, নলবাড়ি, সনিতপুর এবং উদালগুড়ি জেলায় 6 লক্ষ 50 হাজার 400 জনের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷ এর মধ্যে নাগাওঁ জেলার অবস্থা সবচেয়ে খারাপ ৷ সেখানে 3.51 লক্ষ মানুষ বন্যার কবলে পড়েছে ৷ এর পর কাছারে প্রায় 2 লক্ষ এবং হোজাই জেলায় 44 হাজার 500 জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷

এই মুহূর্তে 1 হাজার 709টি গ্রাম জলের তলায় রয়েছে ৷ 82 হাজার 503 হেক্টর জমির শস্য নষ্ট হয়েছে ৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে, 8 জেলায় 656টি ত্রাণ শিবির খোলা হয়েছে ৷ যেখানে 90 হাজার 597 জনকে আশ্রয় দেওয়া হয়েছে ৷ তাঁদের মধ্যে 19 হাজার 555 জন শিশু রয়েছে ৷ তার বাইরেও এখনও পর্যন্ত 110 জনকে বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করেছে সেনা, আধাসেনা, এনডিআরএফ, এসডিআরএফ এবং বিভিন্ন প্রশিক্ষিত ভলান্টিয়ার এবং দমকল বাহিনী ৷

আরও পড়ুন : Delhi Heavy Rain and Thunderstorm : ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, গাছ উপড়ে বন্ধ রাস্তা; ব্যাহত বিমান পরিষেবা

এখনও পর্যন্ত ত্রাণ শিবিরগুলিতে 4 হাজার 278.45 কুইন্টাল চাল, ডাল ও নুন সরবরাহ করা হয়েছে ৷ 2 হাজার 555.97 লিটার সরষের তেল, 1 হাজার 232.41 কুইন্টাল গবাদি পশুর খাবার এবং অন্যান্য ত্রাণ সামগ্রী সরবরাহ করা হয়েছে ৷ অন্যদিকে, বারপেতা, বিশ্বনাথ, ধূবড়ি. ডিব্রুগড়, গোলপাড়া, গোলাঘাটে বিভিন্ন নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে ৷ যার জেরে লোকালয়ে জলেরর স্তর বেড়ে গিয়েছে ৷ এমনকি বিভিন্ন জায়গায় বন্যার জলের তোড়ে রাস্তাঘাট ও উড়ালপুলের ক্ষতি হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details