নয়াদিল্লি, 30 মার্চ : 2017 সাল থেকে 2022 সালের ফেব্রুয়ারি পর্যন্ত (ganja seized from India-Bangladesh border) ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে 88,000 কেজিরও বেশি গাঁজা (Ganja seized by BSF India Bangladesh border) উদ্ধার করেছে বিএসএফ ৷ বুধবার রাজ্যসভায় এ কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশিথ প্রামাণিক (Rajya Sabha MoS Home Ministry Nisith Pramanik)৷
মন্ত্রী পরিসংখ্যান তুলে ধরে বলেন, 2017 সালে 12,246.100 কেজি, 2018 সালে 28,930.132 কেজি, 2019 সালে 12,222.735 কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয় ৷ আর 2020, 2021 ও 2022 সালে যথাক্রমে 11,630.689 কেজি, 19,335.135 কেজি ও 4,341.205 কেজি গাঁজা উদ্ধার হয় ৷