পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মহারাষ্ট্রে 8000 ছাড়াল দৈনিক সংক্রমণ, ওয়াসিম হস্টেলে আক্রান্ত 190 - করোনাভাইরাস

মহারাষ্ট্রে চিন্তা বাড়াচ্ছে করোনাভাইরাস। গত 24 ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন 8000-এরও বেশি মানুষ। এ দিকে, ওয়াসিম এলাকার হস্টেলে 190 জন কোভিডে আক্রান্ত হয়েছেন।

over-8000-new-cases-in-maharashtra-190-test-positive-at-washim-hostel
মহারাষ্ট্রে 8000 ছাড়াল দৈনিক সংক্রমণ, ওয়াসিম হস্টেলে আক্রান্ত 190

By

Published : Feb 25, 2021, 12:12 PM IST

মুম্বই, 25 ফেব্রুয়ারি: মহারাষ্ট্রের করোনাভাইরাস পরিস্থিতি ক্রমেই ঘোরালো হচ্ছে। সেখানকার দৈনিক সংক্রমণ বেড়ে 8,000 ছাড়িয়ে গিয়েছে। ওয়াসিম এলাকার একটি স্কুলের হস্টেলে 190 জনের কোভিড রিপোর্ট পজ়িটিভ এসেছে। তাদের মধ্যে 186 জন ছাত্রছাত্রী ও চারজন শিক্ষক। তড়িঘড়ি ওই স্কুল এলাকাকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।

হস্টেলের আক্রান্ত ছাত্রছাত্রীরা বেশিরভাগই অমরাবতী ও ইয়াভাতমলের বাসিন্দা। গত কয়েক সপ্তাহে এই দুই এলাকাতেই করোনার সংক্রমণ ক্রমে বাড়ছিল। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন 8,000-এরও বেশি মানুষ। কোভিড নিয়ম মানা না-হলে রাজ্যজুড়ে নিষেধাজ্ঞা ও লকডাউন ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সরকার ও মুম্বই পুলিশ।

আরও পড়ুন:শীর্ষে সেই মহারাষ্ট্র, দেশে একদিনে আক্রান্ত 14 হাজারের উপরে

গত মঙ্গলবার কোভিড নিয়ম লঙ্ঘন করে এলাকার একটি মন্দিরে বিরাট জমায়েতের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ওয়াসিম। শিব সেনার মন্ত্রী সঞ্জয় রাঠোর মন্দিরে যাওয়ায় ভিড় জমান মানুষজন।

ABOUT THE AUTHOR

...view details