পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

YouTube on TVs: 2 কোটি দেশবাসী টিভিতেই দেখছেন ইউটিউব, গুরুত্ব বাড়ছে ভারতীয় ভাষার - ভারতীয় ভাষা

দেশে 2 কোটিরও বেশি মানুষ টিভিতে দেখছেন ইউটিউব ভিডিয়ো (YouTube On TV Screen) ৷ এই ট্রেন্ডের কারণে ভারতীয় ভাষার কনটেন্ট বেশি গুরুত্ব পাচ্ছে ৷

over-20-million-viewers-in-india-streaming-youtube-on-tvs
2 কোটি দেশবাসী টিভিতেই দেখছেন ইউ টিউব, গুরুত্ব বাড়ছে ভারতীয় ভাষার

By

Published : Sep 16, 2021, 6:26 PM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর :শুধু রাস্তাঘাটে বা অফিসে বসে ফোনে নয়, এখন ঘরের লিভিং রুমে বসে টিভির (YouTube On TV Screen) পর্দাতেও ইউটিউব (YouTube) দেখতে পছন্দ করছেন মানুষজন ৷ চলতি বছরের মে মাসের হিসেব বলছে,দেশের 2 কোটিরও বেশি মানুষ টিভির পর্দাতেই ইউটিউব দেখেছেন ৷ এর ফলে ভারতীয় ভাষাগুলি এখন ইউটিউব গ্রাহকদের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে বলে মনে করছে এই ভিডিয়ো স্ট্রিমিং কোম্পানি ৷

গুগল ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজার ও ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় গুপ্তা জানিয়েছেন, ইতিমধ্যেই 2 কোটিরও বেশি গ্রাহক রয়েছেন যাঁরা টিভিতে সংযোগ করে ভিডিয়ো দেখছেন ৷ কাজেই স্টোরি দেখার ক্ষেত্রে এই বিপ্লব, কনটেন্ট ও কনটেন্ট সৃষ্টিকর্তার বৈচিত্র্য এখন আর শুধু মোবাইল ফোনেই সীমাবদ্ধ নয় ৷ এখন মোবাইলের সঙ্গে টিভির সংযোগ ঘটিয়েই ভিডিয়ো দেখা হচ্ছে ৷

ভারতকে ডিজিটাল অর্থনীতিতে নেতৃত্ব দেওয়ার জায়গায় তুলে আনতে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল গুগল ৷ সেই সফরে ইউটিউব ও ডিজিটাল ভিডিয়ো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মত সঞ্জয় গুপ্তার ৷

আরও পড়ুন:Priyanka Tibrewal: এরকম নোটিস 100 পাই,150 পড়ি, 200 ছিড়ি; শোকজে অগ্নিশর্মা প্রিয়াঙ্কা

ইউটিউব পার্টনারশিপসের অধিকর্তা সত্য রাঘবন আবার বলেছেন, বৃহত্তর অংশের মানুষ ভিডিয়োগুলিকে বিশ্বাসযোগ্য কনটেন্ট, তথ্যের উৎস ও নতুন কিছু শেখার উপাদান হিসেবে মনে করে ৷ ভারতে কোভিড 19-এর প্রাদুর্ভাব হওয়ার পর ইউটিউবের ব্যবহার আগের থেকে অনেক বেড়েছে বলে জানিয়েছেন 85 শতাংশ ভিডিয়ো দর্শক ৷ এই প্ল্যাটফর্ম তাঁদের পছন্দ রক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে বিশেষ সহায়তা করেছে বলেও তাঁরা জানিয়েছেন ৷

আরও পড়ুন:Arpita Ghosh : জাতীয়স্তরের কোনও নেতাকে রাজ্যসভায় পাঠাতেই কি পদত্যাগ অর্পিতার ?

2021 সালের মে মাসে জীবিকা সংক্রান্ত ভিডিয়োর ওয়াচটাইম গত বছর এই সময়ের তুলনায় 60 শতাংশ বেড়েছে ৷ এই প্ল্যাটফর্মের 140টিরও বেশি চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা 1 কোটিরও বেশি ৷ ইউটিউবের 4000 চ্যানেলের 10 লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে ৷ ইউটিউব দর্শকদের প্রায় 93 শতাংশই নিজেদের ভাষায় এই প্ল্যাটফর্ম দেখতে বেশি পছন্দ করেন ৷ গ্রাম ও শহরে ইউটিউব দর্শকের সংখ্যা বৃদ্ধির ফলে হিন্দি, তামিল, তেলুগু ও অন্যান্য ভারতীয় ভাষার কনটেন্ট বেশি গুরুত্ব পাচ্ছে ৷

আরও পড়ুন:Illegal Weapon : পাচারে ঝুঁকি, বাড়িতে এসেই অস্ত্র বানিয়ে দিচ্ছে ভিনরাজ্যের কারিগররা

ABOUT THE AUTHOR

...view details