পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Lancet Survey: দেশের 11 শতাংশেরও বেশি ডায়াবেটিসে আক্রান্ত, উচ্চ রক্তচাপের রোগী 36%; বাড়ছে স্থূলতা - উচ্চ রক্তচাপ

দেশের 11 শতাংশেরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ৷ আর উচ্চ রক্তচাপের রোগী 36% ৷ চিন্তা বাড়াচ্ছে স্থূলতার সমস্য়াও ৷ এমনটাই জানা গিয়েছে ল্যানসেটের সমীক্ষায় ৷

Lancet Survey
Lancet Survey

By

Published : Jun 9, 2023, 4:49 PM IST

নয়াদিল্লি, 9 জুন: ভারতে 11.4 শতাংশ নাগরিক ডায়াবেটিসে আক্রান্ত ৷ প্রিডায়াবেটিসে ভুগছেন 15.3 শতাংশ মানুষ ৷ আর উচ্চ রক্তচাপ রয়েছে 35.5 শতাংশের ৷ দেশব্যাপী সমীক্ষায় এই ফলাফল মিলেছে ৷ তা প্রকাশিত হয়েছে দ্য ল্যানসেট ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রিনোলজি জার্নালে ৷

ডায়াবেটিস এবং অসংক্রামক রোগের (এনসিডি) উপর সবচেয়ে বড় মহামারী সংক্রান্ত গবেষণায় দেখা গিয়েছে যে, 2021 সালে ভারতে 101 মিলিয়ন লোকের ডায়াবেটিস ছিল, 136 মিলিয়নের প্রিডায়াবেটিস ছিল এবং 315 মিলিয়নের উচ্চ রক্তচাপ ছিল । ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) এর সহযোগিতায় মাদ্রাজ ডায়াবেটিস রিসার্চ ফাউন্ডেশন (MDRF) দ্বারা পরিচালিত এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অর্থায়নে পরিচালিত এই গবেষণায় আরও দেখা গিয়েছে যে, ভারতে সাধারণ স্থূলতা রয়েছে 28.6 শতাংশের এবং ভুঁড়ি বা পেটের স্থূলতায় ভুগছেন 39.5 শতাংশ ।

আরও দেখা যায় যে, 2021 সালে ভারতে 254 মিলিয়ন লোকের সাধারণ স্থূলতা ছিল এবং 351 মিলিয়নের পেটের স্থূলতা ছিল । 2017 সালে গবেষক দলটি দেখেছে যে, ভারতে ডায়াবেটিসের প্রাদুর্ভাব ছিল প্রায় 7.5 শতাংশ, যার অর্থ সেই সময় থেকে বর্তমানে ডায়াবেটিসের রোগীর সংখ্যা 50 শতাংশেরও বেশি বেড়েছে ।

রাজ্যগুলির মধ্যে গোয়ায় (26.4 শতাংশ) ডায়াবেটিসের প্রকোপ সবচেয়ে বেশি এবং উত্তরপ্রদেশে (4.8 শতাংশ) সবচেয়ে কম ৷ প্রিডায়াবেটিসের সবচেয়ে বেশি রোগী সিকিমে (31.3 শতাংশ) এবং সবচেয়ে কম মিজোরামে (6.8 শতাংশ)৷ পঞ্জাবে (51.8 শতাংশ) উচ্চ রক্তচাপের প্রকোপ সবচেয়ে বেশি বলে জানিয়েছেন গবেষকরা ।

আরও পড়ুন:ডায়াবেটিস থাকলে সকালে খালি পেটে খান এগুলি

এমডিআরএফ-এর সভাপতি ডা. আরএম অঞ্জনা পিটিআই-কে বলেছেন, "এনসিডি-র তীব্র বৃদ্ধির কারণ বেশিরভাগ মানুষের জীবনযাপনের পছন্দ ৷ যেমন খাদ্য, শারীরিক কার্যকলাপ, চাপের মাত্রা ইত্যাদির জন্য এই রোগগুলির প্রকোপ বাড়ে । ইতিবাচক বিষয় এটাই যে, প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এগুলি প্রতিরোধও করা যেতে পারে ৷"

2008 থেকে 2020 সালের মধ্যে দেশের 31টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 1,13,043 জনের (33,537 শহুরে এবং 79,506 গ্রামীণ বাসিন্দা) উপর সমীক্ষা চালিয়ে পাওয়া ফলাফলের ভিত্তিতেই এই তথ্য পেয়েছেন গবেষকরা ৷ সমীক্ষায় আরও দেখা গিয়েছে যে, উদ্বেগজনক 81.2 শতাংশের ডিসলিপিডেমিয়া রয়েছে ৷ অর্থাৎ কোলেস্টেরল, কম ঘনত্বের লাইপোপ্রোটিন কোলেস্টেরল, (এলডিএল-সি), ট্রাইগ্লিসারাইডস এবং উচ্চ-ঘনত্বের লাইপোপ্রোটিন (এইচডিএল) এর মতো লিপিডের ভারসাম্যহীনতা ।

ABOUT THE AUTHOR

...view details