নয়াদিল্লি, 9 জুন: ভারতে 11.4 শতাংশ নাগরিক ডায়াবেটিসে আক্রান্ত ৷ প্রিডায়াবেটিসে ভুগছেন 15.3 শতাংশ মানুষ ৷ আর উচ্চ রক্তচাপ রয়েছে 35.5 শতাংশের ৷ দেশব্যাপী সমীক্ষায় এই ফলাফল মিলেছে ৷ তা প্রকাশিত হয়েছে দ্য ল্যানসেট ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রিনোলজি জার্নালে ৷
ডায়াবেটিস এবং অসংক্রামক রোগের (এনসিডি) উপর সবচেয়ে বড় মহামারী সংক্রান্ত গবেষণায় দেখা গিয়েছে যে, 2021 সালে ভারতে 101 মিলিয়ন লোকের ডায়াবেটিস ছিল, 136 মিলিয়নের প্রিডায়াবেটিস ছিল এবং 315 মিলিয়নের উচ্চ রক্তচাপ ছিল । ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) এর সহযোগিতায় মাদ্রাজ ডায়াবেটিস রিসার্চ ফাউন্ডেশন (MDRF) দ্বারা পরিচালিত এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অর্থায়নে পরিচালিত এই গবেষণায় আরও দেখা গিয়েছে যে, ভারতে সাধারণ স্থূলতা রয়েছে 28.6 শতাংশের এবং ভুঁড়ি বা পেটের স্থূলতায় ভুগছেন 39.5 শতাংশ ।
আরও দেখা যায় যে, 2021 সালে ভারতে 254 মিলিয়ন লোকের সাধারণ স্থূলতা ছিল এবং 351 মিলিয়নের পেটের স্থূলতা ছিল । 2017 সালে গবেষক দলটি দেখেছে যে, ভারতে ডায়াবেটিসের প্রাদুর্ভাব ছিল প্রায় 7.5 শতাংশ, যার অর্থ সেই সময় থেকে বর্তমানে ডায়াবেটিসের রোগীর সংখ্যা 50 শতাংশেরও বেশি বেড়েছে ।