পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'আমাদের দেশ ব্রিলিয়ান্ট', উত্তরকাশীতে 17 দিন ধরে শ্রমিকদের টানেল যুদ্ধের প্রশংসায় সৌরভ - Sourav Ganguly on Tunnel Rescue

Sourav Ganguly on Tunnel Rescue: উত্তরকাশীতে 17 দিন ধরে যে যুদ্ধের পর সুড়ঙ্গ থেকে মুক্তি পান 41 শ্রমিক, তার দরাজ প্রশংসা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তিনি বলেন, আমাদের দেশ ব্রিলিয়ান্ট ৷

Uttarkashi tunnel
সৌরভ গঙ্গোপাধ্যায়

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2023, 3:13 PM IST

Updated : Dec 1, 2023, 4:43 PM IST

উত্তরকাশীতে 17 দিন ধরে শ্রমিকদের টানেল যুদ্ধের প্রশংসায় সৌরভ

কলকাতা, 1 ডিসেম্বর: উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গে 17 দিন আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে যে যুদ্ধ চালিয়েছেন উদ্ধারকারীরা, তার প্রশংসায় পঞ্চমুখ বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

এ দিন তিনি বলেন, "17 দিন ধরে টানেলে থেকে সুস্থ হয়ে ফেরা অ্যামেজিং । যাঁরা এই উদ্ধার অভিযান করেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ । প্রত্যেকে সুস্থ হয়ে ফিরেছেন । আওয়ার কান্ট্রি ইজ ব্রিলিয়ান্ট কান্ট্রি । এই দেশে আমরা বাস করি, কতটা ভাগ্যবান আমরা । প্রত্যেকে প্রত্যেকের বিপদে পাশে দাঁড়াই ।"

17 দিন ধরে সিল্কিয়ারার সুড়ঙ্গের মধ্যে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারপর্ব নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তাল হয়েছিল দেশ । আধুনিক প্রযুক্তির সাহায্যে উদ্ধারের চেষ্টা হলেও তা ব্যর্থ হয় । অবশেষে হাতের সাহায্যে খনন কার্য চালিয়ে 41 জন শ্রমিকের জীবন বাঁচান উদ্ধারকারীরা । তাঁদের এই নিরলস সংগ্রাম তাজ্জব করেছে সৌরভকে ৷

এ বিষয়ে প্রতিক্রিয়া শুক্রবার সৌরভ বলেন, এই লড়াই শ্রমিকদের মানসিক জোরের প্রতীক । যা পুরো দেশকে বিস্মিত করেছে । শুধু শ্রমিকদের প্রত্যাবর্তন নয়, তাঁদের সুস্থ অবস্থায় ফিরিয়ে আনার প্রশংসা করেছেন মহারাজ । শ্রমিকদের মনের জোরের পাশাপাশি উদ্ধারকারী দলের দরাজ প্রশংসা করেন তিনি । এই অসাধ্য সাধনের জন্য সৌরভ উদ্ধারকারী দলের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন ৷ তাঁর মতে, ভারত একটি বিস্ময়কর দেশ । এই দেশে যাঁরা বাস করেন, তাঁরা নিজেদের ভাগ্যবান মনে করতে পারেন । এই দেশে বিপদে যে প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকে, তা ফের সামনে এল ।

17 দিন টানেলে থাকার পর উদ্ধারকাজ সফলভাবে সম্পূর্ণ হওয়ার পরে স্বস্তি পেয়েছে গোটা দেশ ৷ বইছে প্রশংসার বন্যা । আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের পর এইমস ঋষিকেশে তাঁদের শারীরিক পরীক্ষা-নীরিক্ষা করা হয়েছে ৷ তাঁরা সবাই সুস্থ বলে চিকিৎসকরা সার্টিফিকেট দেওয়ার পর সবাইকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয় ৷

আরও পড়ুন:

  1. সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে উদ্ধার হওয়া শ্রমিকদের ছেড়ে দিল এইমস ঋষিকেশ, সবাই অবশেষে বাড়ির পথে
  2. খুব ভালো কাজ করেছেন, শ্রমিকদের উদ্ধারকারী দলের সদস্যদের প্রশংসায় অক্ষয়-কঙ্গনা
  3. সিল্কিয়ারা টানেল থেকে বেরিয়েছেন ছেলে, মানিকের উদ্ধারের খবরে খুশির হাওয়া কোচবিহারে
Last Updated : Dec 1, 2023, 4:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details