জালোর (রাজস্থান), 21 নভেম্বর:বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের জন্য নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ নমোর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷ মঙ্গলবার রাহুল বললেন, সে দিন স্টেডিয়ামে 'অপয়া' উপস্থিত থাকায় ট্রফি হাতছাড়া হয়েছে মেন-ইন-ব্লু-র ৷ রাহুলের মন্তব্য থেকে বুঝতে অসুবিধে হয়নি যে, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছেন ৷
রাজস্থানের জালোর জেলায় একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগছিলেন রাহুল গান্ধি ৷ ঠিক সেই সময়ই তিনি বলেন যে, ভারতই সে দিন ম্যাচ জিতত । প্রধানমন্ত্রী মোদির নাম না নিয়ে তিনি বলেন, 'পনৌতির' (অপয়া) কারণে দল হেরেছে । রাহুল বলেন, "আমাদের ছেলেরা প্রায় বিশ্বকাপ জিতেছিল কিন্তু 'পনৌতি' তাঁদের ট্রফি মিস করিয়ে দিয়েছে ৷" রাহুল গান্ধির এই মন্তব্য শুনে হাসির রোল ওঠে দর্শকদের মধ্যে ৷
19 তারিখ বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় ক্রিকেটারদের সান্ত্বনা দেওয়ার ভিডিয়ো ভাইরাল হয় মঙ্গলবার ৷ তার কয়েক ঘণ্টা পরই বিশ্বকাপ হাতছাড়া হওয়ার প্রসঙ্গ উঠে এল রাহুল গান্ধি মুখে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে গিয়ে সে দিন ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছিলেন ।