পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ওড়িশায় পথ কুকুরের কামড়ে মৃত নাবালক, পৌরসভাকে লক্ষাধিক টাকা জরিমানা হাইকোর্টের - ওড়িশার রাস্তায় সারমেয়র সংখ্যা

Odisha Dog bite Case: কুকুরের কামড়ে মৃত্যু নাবালকের ৷ ওড়িশা পৌরসভাকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিল আদালত ৷

ETV Bharat
ওড়িশা হাইকোর্ট

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 12:07 PM IST

ভুবনেশ্বর, 14 ডিসেম্বর:কুকুরের কামড়ে লক্ষ লক্ষ টাকা জরিমানা হল পৌরসভার ৷ ঘটনাটি ঘটেছে ওড়িশায় ৷ 7 বছর আগে কুকুরের কামড়ে এক নাবালকের মৃত্যু হয় ৷ সেই মামলার রায়ে বুধবার হাইকোর্ট, ওড়িশা পৌরসভাকে মৃত নাবালকের পরিবারকে 10 লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেয় ৷

ঘটনার সূত্রপাত 2016 সালে ৷ 1 ডিসেম্বর রাস্তায় বসবাসকারী 4টি সারমেয়র কামড়ে মৃত্যু হয় এক নাবালকের ৷ তার বয়স তখন 4 বছর ৷ এই ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে ওড়িশা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন বিভূতি চরণ মোহান্তি ৷ সেই মামলায় ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল ওড়িশা হাইকোর্ট ৷

তাঁর আইনজীবী রাজকিশোর সোয়াইন বলেন, "পুরী পৌরসভা আদালতে একটি হলফনামা পেশ করে ৷ তাতে তারা জানিয়েছে, পৌরসভা আইনে ক্ষতিগ্রস্তের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কোনও উল্লেখ নেই ৷ তবে আদালত নির্দেশ দিয়েছে, পৌরসভা মৃত শিশুর পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেবে ৷" আইনজীবী আরও জানান, মিউনিসিপ্যালিটি অ্যাক্ট অ্যান্ড অ্যানিমাল বার্থ কন্ট্রোল অ্যাক্টের আওতায় পৌরসভা কীভাবে রাস্তায় ঘুরে বেড়ানো পশুদের নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে পারে, তা জানানো হয়েছে ৷ আদালত এই বিষয়টি খতিয়ে দেখে এই নির্দেশ দিয়েছে ৷

মামলাকারী বিভূতি চরণ মোহান্তি সাংবাদিকদের বলেন, "রাস্তার চারটি সারমেয়র কামড়ে এক শিশুর মৃত্যু হয় ৷ এই ঘটনায় আমি ওড়িশার হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করি ৷ আমার উদ্দেশ্য ছিল, ওই শিশুর মৃত্যুতে পরিবারটির যে ক্ষতি হয়েছে, তার জন্য তারা ক্ষতিপূরণ পাক ৷"

ওড়িশার রাস্তায় সারমেয়র সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে ৷ এমনকী জাতীয় মানবাধিকার কমিশন বা এনএইচআরসি স্বতঃপ্রণোদিতভাবে সারমেয়র কামড়ে মৃত্যুর সংখ্যা নিয়ে রিপোর্ট দিয়েছে কটকের আচার্য হরিহর পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটউট অফ ক্যানসার বা এএইচপিজিআইসি-তে ৷ এই বছর মে মাসে সারমেয় কামড়ের ঘটনা নিয়ে ওড়িশা সরকারকে নোটিশ দিয়েছে কমিশন ৷ পাশাপাশি রাজ্যের হাসাপাতাল পরিচালনাকারী প্রশাসন, পৌরনিগমকেও পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন:

  1. মানবিক দৃষ্টান্ত! কুয়ো থেকে দমকলের চেষ্টায় উদ্ধার হল মা-সহ আটটি পথকুকুর
  2. কপালে তিলক এঁকে, গলায় ফুলের মালা পরিয়ে পালিত 'কুকুর তিহার', দেখুন ভিডিয়ো
  3. শান্তিনিকেতনে এনআরএসের ছায়া, ছয় কুকুরছানাকে থেঁতলে মারল দুষ্কৃতীরা; আটক 2

ABOUT THE AUTHOR

...view details