ভুবনেশ্বর, 14 ডিসেম্বর:কুকুরের কামড়ে লক্ষ লক্ষ টাকা জরিমানা হল পৌরসভার ৷ ঘটনাটি ঘটেছে ওড়িশায় ৷ 7 বছর আগে কুকুরের কামড়ে এক নাবালকের মৃত্যু হয় ৷ সেই মামলার রায়ে বুধবার হাইকোর্ট, ওড়িশা পৌরসভাকে মৃত নাবালকের পরিবারকে 10 লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেয় ৷
ঘটনার সূত্রপাত 2016 সালে ৷ 1 ডিসেম্বর রাস্তায় বসবাসকারী 4টি সারমেয়র কামড়ে মৃত্যু হয় এক নাবালকের ৷ তার বয়স তখন 4 বছর ৷ এই ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে ওড়িশা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন বিভূতি চরণ মোহান্তি ৷ সেই মামলায় ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল ওড়িশা হাইকোর্ট ৷
তাঁর আইনজীবী রাজকিশোর সোয়াইন বলেন, "পুরী পৌরসভা আদালতে একটি হলফনামা পেশ করে ৷ তাতে তারা জানিয়েছে, পৌরসভা আইনে ক্ষতিগ্রস্তের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কোনও উল্লেখ নেই ৷ তবে আদালত নির্দেশ দিয়েছে, পৌরসভা মৃত শিশুর পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেবে ৷" আইনজীবী আরও জানান, মিউনিসিপ্যালিটি অ্যাক্ট অ্যান্ড অ্যানিমাল বার্থ কন্ট্রোল অ্যাক্টের আওতায় পৌরসভা কীভাবে রাস্তায় ঘুরে বেড়ানো পশুদের নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে পারে, তা জানানো হয়েছে ৷ আদালত এই বিষয়টি খতিয়ে দেখে এই নির্দেশ দিয়েছে ৷