নয়াদিল্লি, 27 জুন:পূর্ণ শক্তিকে পাশে নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential elections 2022) বিরোধী পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র পেশ করলেন যশবন্ত সিনহা (Yashwant Sinha files nomination)৷ মনোনয়ন পেশের সময় তাঁর পাশে ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এনসিপি প্রধান শরদ পাওয়ার ও কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি (Oppositions Presidential polls candidate)৷
এ দিন মনোনয়ন পেশের সময় অভিষেক, পাওয়ার ও রাহুল ছাড়াও 84 বছরের যশবন্ত সিনহার সঙ্গে ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লাহ, আরজেডি-র জয়ন্ত সিনহা, সিপিআইএম-এর সীতারাম ইয়েচুরি, ডিএমকে-র এ রাজা, সিপিআই-এর ডি রাজা ও টিআরএস-এর কেটি রামা রাও ৷ ছিলেন আরজেডি-র মিসা ভারতী, রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টির এনকে প্রেমচন্দ্রণ ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের মহম্মদ বশিরও ৷ 14 টি বিরোধী দলের সমর্থনে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের সর্বসম্মত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র পেশ করলেন যশবন্ত ৷