নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি: ঘোষণা মতোই সংসদে বিজেপি বিরোধী দলগুলির বৈঠকে উপস্থিত হল না তৃণমূল ৷ অন্যদিকে, আদানিদের বিরুদ্ধে 'জয়েন্ট পার্লামেন্টারি কমিটি' গঠন করে তদন্তের দাবি জানাল বিজেপি বিরোধী দলগুলি ৷ তা না-হলে সুপ্রিম কোর্টের নজরদারি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়েছে (Oppositions Demonstrate Outside Parliament to Seek JPC or SC Probe) ৷ এদিন রাজ্যসভায় কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খাড়গের ঘরে হওয়া এই বৈঠকে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্তের দাবি নিয়ে আলোচনা করেন বিরোধী দলগুলি ৷
মূলত, সংসদের দুটি কক্ষে কীভাবে এই ইস্যু নিয়ে সরব হবে বিরোধী দলগুলি তা নিয়েই আলোচনা হয় এই বৈঠকে ৷ এরপরই গান্ধিমূর্তির পাদদেশে বিক্ষোভে সামিল হয় বিরোধী দলগুলি ৷ আজ সকালে সংসদে মল্লিকার্জুন খাড়গের অফিসে কংগ্রেস সাংসদরা ছাড়াও ডিএমকে, এনসিপি, বিআরএস, জেডিইউ, সপা, সিপিএম, সিপিআই, জেএমএম,আরএলডি, আরএসপি, আপ, আরজেডি এবং শিবসেনা-সহ মোট 16টি বিজেপি বিরোধী দল বৈঠকে উপস্থিত ছিল ৷
সেই বৈঠকে ঠিক হয়, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে হিন্ডেবার্গের প্রতিবেদনে যে অভিযোগ করা হয়েছে, তা নিয়ে তদন্তের দাবি তুলবেন বিরোধী সাংসদরা ৷ মূলত, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন করে এই তদন্তের দাবি জানিয়েছে বিরোধীরা ৷ আর তা না হলে, সুপ্রিম কোর্টের নজরদারিতে আদানিদের বিরুদ্ধে তদন্ত করার দাবি করা হয়েছে ৷ এদিন সংসদের দুই কক্ষে অধিবেশন শুরুর পরেই ওয়াক আউট করে যায় বিরোধীরা ৷