পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Demonstration Outside Parliament: আদানিদের বিরুদ্ধে জেপিসি গঠনের দাবিতে গান্ধিমূর্তির পাদদেশে ধরনায় বিরোধীরা - জয়েন্ট পার্লামেন্টারি কমিটি

আদানি গোষ্ঠীর (Adani Group Issue) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠনের দাবিতে আবারও সরব হল বিরোধীরা (Demonstration Outside Parliament) ৷ এদিন সংসদে অধিবেশন বয়কট করে গান্ধিমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখায় বিরোধী দলের সাংসদরা ৷

Demonstration Outside Parliament ETV BHARAT
Demonstration Outside Parliament

By

Published : Feb 6, 2023, 1:23 PM IST

Updated : Feb 6, 2023, 2:15 PM IST

নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি: ঘোষণা মতোই সংসদে বিজেপি বিরোধী দলগুলির বৈঠকে উপস্থিত হল না তৃণমূল ৷ অন্যদিকে, আদানিদের বিরুদ্ধে 'জয়েন্ট পার্লামেন্টারি কমিটি' গঠন করে তদন্তের দাবি জানাল বিজেপি বিরোধী দলগুলি ৷ তা না-হলে সুপ্রিম কোর্টের নজরদারি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়েছে (Oppositions Demonstrate Outside Parliament to Seek JPC or SC Probe) ৷ এদিন রাজ্যসভায় কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খাড়গের ঘরে হওয়া এই বৈঠকে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্তের দাবি নিয়ে আলোচনা করেন বিরোধী দলগুলি ৷

মূলত, সংসদের দুটি কক্ষে কীভাবে এই ইস্যু নিয়ে সরব হবে বিরোধী দলগুলি তা নিয়েই আলোচনা হয় এই বৈঠকে ৷ এরপরই গান্ধিমূর্তির পাদদেশে বিক্ষোভে সামিল হয় বিরোধী দলগুলি ৷ আজ সকালে সংসদে মল্লিকার্জুন খাড়গের অফিসে কংগ্রেস সাংসদরা ছাড়াও ডিএমকে, এনসিপি, বিআরএস, জেডিইউ, সপা, সিপিএম, সিপিআই, জেএমএম,আরএলডি, আরএসপি, আপ, আরজেডি এবং শিবসেনা-সহ মোট 16টি বিজেপি বিরোধী দল বৈঠকে উপস্থিত ছিল ৷

সেই বৈঠকে ঠিক হয়, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে হিন্ডেবার্গের প্রতিবেদনে যে অভিযোগ করা হয়েছে, তা নিয়ে তদন্তের দাবি তুলবেন বিরোধী সাংসদরা ৷ মূলত, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন করে এই তদন্তের দাবি জানিয়েছে বিরোধীরা ৷ আর তা না হলে, সুপ্রিম কোর্টের নজরদারিতে আদানিদের বিরুদ্ধে তদন্ত করার দাবি করা হয়েছে ৷ এদিন সংসদের দুই কক্ষে অধিবেশন শুরুর পরেই ওয়াক আউট করে যায় বিরোধীরা ৷

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, " মুলতবি প্রস্তাব এনে আমরা সংসদে বিস্তারিত আলোচনা চেয়েছি ৷ আমরা চাই প্রধানমন্ত্রী মোদি এই বিষয়ে আগে আমাদের জবাব দিন ৷" তিনি অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার এই ইস্যু নিয়ে আলোচনা করতে নারাজ ৷ এমনকি সরকার বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন খাড়গে ৷

আরও পড়ুন:7 দিনে 20 শতাংশ শেয়ার পড়ল আদানি গোষ্ঠীর

বিরোধীদের তরফে অভিযোগ করা হয়েছে, বর্তমানে আদানি গোষ্ঠীর সব ব্যবসার শেয়ারের পতন দুর্নীতির কারণে ৷ আর এর সঙ্গে সাধারণ মানুষের টাকা জড়িয়ে রয়েছে ৷ এসবিআই এবং এলআইসি-র মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি আদানির শেয়ারে বিনিয়োগ করেছে ৷ ফলে এই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির টাকা ডুবে যাওয়ার অর্থ, সাধারণ মানুষের পরিশ্রমের সঞ্চয় ডুবে যাওয়া ৷ অন্যদিকে, এদিন বিরোধীদের ডাকা বৈঠকে তৃণমূলের কোনও প্রতিনিধি ছিলেন না ৷ তবে, গান্ধিমূর্তির পাদদেশে অবস্থান-বিক্ষোভ অংশ নিয়েছিলেন তৃণমূল সাংসদরা ৷

Last Updated : Feb 6, 2023, 2:15 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details