পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Parliament Monsoon Session: বাদল অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে অনুপস্থিত মোদি, কটাক্ষ কংগ্রেসের - কাশ্মীরী পণ্ডিত

18 জুলাই থেকে সংসদে বসতে চলেছে বাদল অধিবেশন (Oppositions Demand Discussion on Kashmiri Pandit and Chinese Intrusion in Monsoon Session of Parliament 2022) ৷ তার আগে কেন্দ্রের তরফে সর্বদল বৈঠক ডাকা হয় ৷ যেখানে মোট 13টি ইস্যু নিয়ে অধিবেশনে আলোচনার দাবি জানাল বিরোধী রাজনৈতিক দলগুলি ৷

Oppositions Demand Discussion on Kashmiri Pandit and Chinese Intrusion in Monsoon Session of Parliament 2022
Oppositions Demand Discussion on Kashmiri Pandit and Chinese Intrusion in Monsoon Session of Parliament 2022

By

Published : Jul 17, 2022, 6:14 PM IST

নয়াদিল্লি, 17 জুলাই: সংসদে বাদল অধিবেশন (Monsoon Session of Parliament 2022) শুরুর আগের দিন, অর্থাৎ আজ, কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকে কাশ্মীরী পণ্ডিতদের উপর হামলা এবং চিনা অনুপ্রবেশ নিয়ে আলোচনা চাইল বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ তবে, শুধু এই দু’টি বিষয় নয় ৷ মোট 13টি গুরুতর বিষয়ে সংসদের আসন্ন বাদল অধিবেশনে আলোচনা চেয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি (Oppositions Demand Discussion on Kashmiri Pandit and Chinese Intrusion in Monsoon Session of Parliament 2022) ৷

এ নিয়ে রাজ্যসভায় কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) বলেন, ‘‘অধিবেশনে চিনা অনুপ্রেবেশ, বিদেশনীতি, বন সংরক্ষণ আইনে বদল এবং কাশ্মীরী পণ্ডিত ও কংগ্রেস নেতাদের উপর আক্রমণ নিয়ে আলোচনা করতে হবে ৷’’ প্রসঙ্গত, এই বাদল অধিবেশনে কেন্দ্র 32টি বিল পাশ করাতে চাইছে ৷ যার মধ্যে মাত্র 13টি ইস্যু নিয়ে অধিবেশনে আলোচনা চেয়েছে বিরোধীরা ৷ যা নিয়ে সরকারের তরফে বলা হয়েছে, যে কোনও বিষয় নিয়ে সংসদের অধিবেশনে আলোচনা করার দরজা খোলা রয়েছে ৷

আরও পড়ুন:Vice President Election 2022: বিরোধীদের উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন মার্গারেট আলভা, ঘোষণা পাওয়ারের

সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী এ দিন জানিয়েছেন, শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য মঙ্গলবার সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে ৷ সেখানে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ অন্যদিকে, দিল্লির মুখ্যমন্ত্রীর অরবিন্দ কেজরিওয়ালের সিঙ্গাপুর সফর নিয়ে আপের তরফে প্রশ্ন করা হয় ৷ সূত্রের খবর, কেজরিওয়ালের সিঙ্গাপুর সফরের ফাইল দিল্লির উপ-রাজ্যপাল পাশ করাননি ৷ তবে, এ দিনের এই সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে সরব হন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ ৷

ABOUT THE AUTHOR

...view details