নয়াদিল্লি, 28 মার্চ: আর চুপ করে থাকা নয়, বরং বিরোধীদের পালটা জবাব দিতে বললেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার বিজেপির সংসদীয় দলের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, অমিত শাহেরা ৷ এদিনের বৈঠক থেকে কার্যত আগামী লোকসভা ভোটের সুর বেঁধে দিলেন প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি বিরোধীদের প্রচারের পালটা রণকৌশলও বাতলে দিয়েছেন তিনি ৷
এদিন বিজেপির সংসদীয় দলের বৈঠকে বিরোধী দলগুলিকে তীব্র কটাক্ষ করেন মোদি ৷ মোদির দাবি, তাঁর সরকারের বিরুদ্ধে বিরোধীদের আক্রমণের কারণ আসলে বিজেপির জোরদার নির্বাচনী পারফরম্যান্স ৷ তিনি একরকম জোর দিয়ে বলেছেন, "ক্ষমতাসীন দল যত বেশি নির্বাচনে জয়লাভ করবে, তত বেশি আক্রমণের লক্ষ্যবস্তু হবে ৷" সূত্রের খবর, বিভিন্ন বিষয়ে সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিরোধীরা ৷ তা নিয়েই এদিন প্রধানমন্ত্রী জানিয়েছেন, 6 এপ্রিল দলের প্রতিষ্ঠা দিবস এবং বিআর আম্বেদকরের জন্মবার্ষিকী ৷ 6 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত পিছিয়ে পড়া জনজাতিদের সামাজিক ন্য়ায়বিচারের জন্য় প্রচার করতে হবে। (Oppositions attack on BJP good electoral performance Modi said)