নয়াদিল্লি, 18 সেপ্টেম্বর : জিএসটির (Goods and Services Tax) ক্ষতিপূরণ বাবদ দেওয়া সেসের (GST compensation cess) সময়সীমা আরও বাড়ানোর দাবি তুললেন অবিজেপি রাজ্যগুলির অর্থমন্ত্রীরা ৷ তাঁদের বক্তব্য, 2022 সালের জুন মাসের পরও এই প্রক্রিয়া চালিয়ে যেতে হবে ৷ প্রসঙ্গত, লখনউয়ে জিএসটি কাউন্সিলের (GST Council) 45তম বৈঠকের পর শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) ৷ তিনি জানান, জিএসটি আদায়ের ক্ষতিপূরণবাবদ রাজ্যগুলিকে যে অর্থ দেওয়া হচ্ছে, আগামী বছরের জুন মাসেই সেই প্রক্রিয়ার মেয়াদ শেষ হবে ৷ এরই প্রেক্ষিতে অবিজেপি রাজ্যগুলি সেই সময়সীমা বাড়ানোর পক্ষে সওয়াল করতে শুরু করে ৷
আরও পড়ুন :GST Council : ঘুরপথে অনলাইন ফুড ডেলিভারি সংস্থাদের জিএসটির আওতায় আনার সুপারিশ
তবে জিএসটি ক্ষতিপূরণ সেসের মেয়াদ আগামী বছর শেষ হলেও বিলাসবহুল বিভিন্ন সামগ্রীর উপর লেভি আদায়ের প্রক্রিয়া 2026 সালের মার্চ মাস পর্যন্ত চলবে ৷ 2020-21 এবং 2021-22 অর্থবর্ষে রাজ্যগুলিকে যে জিএসটি ক্ষতিপূরণ সেস দেওয়া হচ্ছে, তা পরিশোধ করতেই এই বন্দোবস্ত ৷ জিএসটি কাউন্সিলের বৈঠকে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর অর্থমন্ত্রী পি থিয়াগারাজনও (Palanivel Thiagarajan) ৷ তাঁর দাবি ছিল, আপাতত জিএসটি ক্ষতিপূরণ সেস দেওয়ার প্রক্রিয়া অব্যাহত রাখা হোক ৷ সেইসঙ্গে, এই বিষয়ে নতুন করে সিদ্ধান্ত গ্রহণের পক্ষেও সওয়াল করেন তিনি ৷