পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Opposition on Rahul Disqualification: বিরোধী ঐক্য, মমতা-কেজরিওয়াল-স্ট্যালিনদের একসূত্রে বাঁধলেন রাহুল ! - নরেন্দ্র মোদিকে আক্রমণ বিরোধীদের

মানহানি মামলায় বৃহস্পতিবার দোষী সাব্যস্ত হয়েছিলেন রাহুল গান্ধি ৷ আদালতের সেই রায়কে হাতিয়ার করে শুক্রবার রাহুলের সাংসদ পদ খারিজ করে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা ৷ এই ঘটনাই মোদি বিরোধীদের ফের একমঞ্চে নিয়ে এল (Rahul Gandhi Disqualified) ৷

Etv Bharat
ফাইল ছবি

By

Published : Mar 24, 2023, 8:28 PM IST

Updated : Mar 24, 2023, 8:40 PM IST

নয়াদিল্লি, 24 মার্চ: বিজেপি'র বিরুদ্ধে লড়াইয়ে বিরোধী মঞ্চে যে ফাটল তৈরি হয়েছিল, রাহুল গান্ধির সদস্য পদ খারিজের সিদ্ধান্ত কি সেই ফাটলই ফের জোড়া লাগিয়ে দিল ! মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, এমকে স্ট্যালিন, কে চন্দ্রশেখর রাওরা এতদিন যে চেষ্টা করছিলেন, এক সিদ্ধান্তে কি সেই চেষ্টাকেই সফল করে দিলেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা ? রাহুল গান্ধির পদ খারিজের পর এই জল্পনাই এখন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে (opposition parties back Rahul Gandhi) ৷

কোনও ইস্যুতে বিরোধী নেতাদের একজোট হয়ে কেন্দ্রকে চিঠি লেখার বিষয়টি এদেশে নতুন নয় ৷ সম্প্রতি কেন্দ্রের বিরুদ্ধে ইডি ও সিবিআই এর মতো কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহারের অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন দেশের আটটি বিরোধী দলের নেতারা ৷ তবে সেই চিঠিতেও লক্ষ্য করা গিয়েছিল বিরোধীদের ফাটল ৷ চিঠিতে কংগ্রেস, সিপিএম, ডিএমকে-এর মতো বিরোধী দলগুলির সাক্ষর ছিল না ৷ কিন্তু শুক্রবার তার ব্যতিক্রম ঘটল ৷ রাহুল গান্ধির সাংসদ পদ খারিজের ঘটনা সেই ব্যবধান ঘুঁচিয়ে একমঞ্চে এনে দিল গোটা বিরোধী শিবিরকে ৷ যে ঘটনায় দেশের গণতন্ত্রের কফিনে শেষ পেরেক পোঁতা হল বলে অভিযোগ উঠছে, সেই ঘটনাই কার্যত নয়া প্রাণ সঞ্চার করল বিরোধীদের জোট-অক্ষে (opposition attack on Narendra Modi) ৷

মানহানি মামলায় রাহুল গান্ধি দোষী সাব্যস্ত হওয়ার পরদিনই, শুক্রবার লোকসভা থেকে তাঁর সাংসদ পদ খারিজের সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার ওম বিড়লা ৷ বিরোধীদের অভিযোগ, বিজেপি শীর্ষ নেতৃত্ব অর্থাৎ নরেন্দ্র মোদি, অমিত শাহদের পরামর্শেই এই কাজ করেছেন স্পিকার ৷ ফলে ফের সরাসরি বিরোধীদের নিশানায় চলে এসেছে পদ্ম শিবির ও নরেন্দ্র মোদি ৷ এখানেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে রাহুলের বিরুদ্ধে এই সিদ্ধান্ত তবে কি বকলমে বিরোধীদের পোক্ত জোট গঠনে অনুঘটকের কাজ করল ? নিজেদের প্রতিপক্ষ হিসেবে বিরোধীদের ঐক্যবদ্ধ হতে কি সাহায্য করলেন মোদি-শাহ জুটি !

বস্তুত এদিন যাবতীয় দূরত্ব সরিয়ে রেখে যেভাবে রাহুল গান্ধির পাশে এসে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়ালরা তা সাম্প্রতিক অতীতে দেখা যায়নি ৷ নরেন্দ্র মোদি সরকার বিরোধীদের কণ্ঠরোধ করতে বেপরোয়া হয়ে উঠেছে সেই অভিযোগ আগেই উঠেছিল ৷ রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ সরাসরি সংসদের অন্দরে তাঁর বক্তব্য থামিয়ে দেওয়ার উদ্দেশ্যেই করা হয়েছে বলে অভিযোগ কংগ্রেস ৷ এই ইস্যুতে কংগ্রেসের পাশে দাঁড়িয়ে চড়া সুরে বিজেপি'কে আক্রমণ করেছে তৃণমূল, আপ, ডিএমকে, সিপিএম, এনসিপি, আরজেডি, বিআরএস-এর মতো দলগুলি ৷ বিবৃতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, এমকে স্ট্যালিন, কে চন্দ্রশেখর রাওয়ের মতো বিরোধী পক্ষের মুখ্যমন্ত্রীরা (Rahul Gandhi MP post disqualified) ৷

আরও পড়ুন: রাহুলের সাংসদ পদ খারিজ নিয়ে আইনি ও রাজনৈতিক লড়াইয়ের হুঁশিয়ারি কংগ্রেসের

তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর টুইট বার্তায় লিখেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন ভারতে গণতন্ত্রের নয়া অবনমনের সাক্ষী থাকল দেশ ৷" আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটে লিখেছেন,"লোকসভা থেকে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ চমকে দেওয়ার মতো ঘটনা ৷ কঠিন, বিপজ্জনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে দেশ ৷ দেশের 130 কোটি মানুষকে বিজেপির এই অহংকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে ৷" পরে কেজরিওয়াল জানান, বিরোধীদের শেষ করে একদেশ একদল একনেতা তৈরির চেষ্টা চলছে, এটাই স্বৈরাচার ৷ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বাধীন এই সরকার ইংরেজদের থেকেও ভয়ঙ্কর ৷

অন্যদিকে, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও জানিয়েছেন, এই ঘটনা ভারতীয় গণতন্ত্রের কালোদিন, নরেন্দ্র মোদির ঔদ্ধত্য ও একনায়কতন্ত্রের চূড়ান্ত রূপ ৷ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন বলেছেন, "রাহুলের বিরুদ্ধে যে পদক্ষেপ করা হয়েছে তা ফেরত নিতে হবে সরকারকে ৷" রাহুলের সদস্যপদ বাতিলের প্রতিবাদে এদিন মহারাষ্ট্র বিধানসভা থেকে ওয়াকআউট করেন এনসিপি ও শিবসেনা উদ্ধব গোষ্ঠীর বিধায়করা ৷ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছেন, "চোরকে চোর বলা বর্তমানে এদেশে অপরাধ হয়ে দাঁড়িয়েছে ৷ চোর-লুটেরারা ঘুরে বেড়াচ্ছে আর রাহুল গান্ধি শাস্তি পাচ্ছেন ৷ এটা গণতন্ত্রকে খুন করা ৷"

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের বার্তা, সংসদের পদ কেড়ে নিলেই রাজনৈতিক আন্দোলন শেষ হয়ে যায় না, বড় লড়াই পথে লড়েই জিততে হয় ৷ সিপিএমের তরফে সীতারাম ইয়েচুরি বলেছেন, "বিরোধীদের হেনস্থা করতে বিজেপি এখন ফৌজদারি মানহানির পথ অবলম্বন করছে ৷ রাহুলের পদ খারিজ অত্যন্ত নিন্দনীয় ৷ একনায়কতন্ত্রকে প্রতিরোধ করা হবে ৷" আরজেডি-এর তরফে লালুপ্রসাদ যাদবের পুত্র তেজপ্রতাপ যাদব জানিয়েছেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে এই কাজ করা হয়েছে ৷ বিহার ও দেশের মানুষ এর জবাব দেবেন ৷ রাজনৈতিক মহলের ধারনা, তাদের শেষ করার চক্রান্ত করছে বিজেপি, বিরোধীদের এই অভিযোগ নতুন নয় ৷ এদিন যেভাবে খোদ রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হল তাতে সিঁদুরে মেঘ দেখছে মোদির প্রতিপক্ষ শিবির ৷ সেই আশঙ্কাই আপাতত বিরোধ ভুলে একমঞ্চে নিয়ে এল বিরোধী শিবিরকে ৷

আরও পড়ুন:মোদির 'নতুন ভারতে' গণতন্ত্রের নয়া অবনমন, রাহুলের সাংসদ পদ খারিজে বার্তা মমতার

Last Updated : Mar 24, 2023, 8:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details