নয়াদিল্লি, 15 জুন :রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের বৈঠকে কোনও নাম চূড়ান্ত হল না ৷ তবে বিরোধীরা ঠিক করেছে যে তাদের তরফে সর্বসম্মতিতে একজনকে প্রার্থী করা হবে ৷ বৈঠক শেষে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Leader Mamata Banerjee) জানান, বৈঠকে উপস্থিত বিরোধী দলের নেতারা শরদ পাওয়ারকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন৷ কিন্তু তিনি রাজি হননি ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, আজ নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসেছিল বিরোধীরা (Opposition Meeting on Presidential Election) ৷ বিজেপি বিরোধী 17টি দল যোগদান করে বৈঠকে ৷ যদিও বৈঠকে 22টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ বৈঠকের মূল উদ্যোক্তা ছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনিই সকলকে চিঠি দিয়ে এই বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিলেন ৷