নয়াদিল্লি, 19 জুলাই:বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদের হুঁশিয়ারিকে তুড়ি মেরে মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নামল বিরোধী শিবির ৷ মঙ্গলবার সকালে দুধ, দইয়ের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসে জিএসটি লাগু, মূল্যবৃদ্ধি, এরকম নানা ইস্যুতে সংসদ চত্বরে গান্ধিমূর্তির পাদদেশে জড়ো হন কংগ্রেস-সহ অন্য বিরোধী দলের সাংসদেরা ৷ প্ল্যাকার্ড হাতে 'মোদি সরকার হায় হায়' স্লোগান দিতে থাকেন তাঁরা ৷ হাজির হন কংগ্রেসের বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খাড়গে, সাংসদ-নেতা রাহুল গান্ধি, কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী এবং আরও অনেকে ৷ বেলা বাড়লে টিআরএস, আপের সাংসদদেরও দেখা মিলল গান্ধি মূর্তির পাদদেশে (Opposition parties including Congress held protest in front of Mahatma Gandhi statue) ৷
কংগ্রেস-সহ বিরোধীরা এলপিজি গ্যাস সিলিন্ডারের বর্ধিত মূল্য ফিরিয়ে নেওয়ার দাবি তোলেন ৷ তাঁরা স্লোগান দিতে থাকেন, "মুদ্রাস্ফীতি, লাগাতার মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনে খুব খারাপ প্রভাব ফেলছে" ৷ রাজ্যসভার সাংসদ খাড়গে বলেন, "দই, পনির এবং প্রতিদিন ব্যবহারের জিনিসপত্রে 5 শতাংশ জিএসটি চাপানো হয়েছে ৷ এতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে ৷ আমরা হাউজের মধ্যেও প্রতিবাদ করব ৷"