পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Presidential Election 2022 : রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা - তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আগামী মাসে রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election 2022) ৷ সেই নির্বাচনে বিরোধীদের তরফে প্রার্থী করা হল যশবন্ত সিনহাকে (Opposition Parties decide Yashwant Sinha name as Candidate of Presidential Election 2022) ৷ বিজেপির তরফে এখনও কারও নাম ঘোষণা করা হয়নি ৷

Opposition Parties decide Yashwant Sinha name as Candidate of Presidential Election 2022
Presidential Election 2022 : রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা

By

Published : Jun 21, 2022, 4:27 PM IST

Updated : Jun 21, 2022, 5:15 PM IST

নয়াদিল্লি, 21 জুন : রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী হচ্ছেন যশবন্ত সিনহা (Opposition Parties decide Yashwant Sinha name as Candidate of Presidential Election 2022) ৷ মঙ্গলবার নয়াদিল্লিতে বিরোধীদের ডাকা বৈঠকে সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের তরফে সর্বসম্মত প্রার্থী নির্ধারণ করতে প্রথমেই উদ্যোগ নিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chief Mamata Banerjee) ৷ গত সপ্তাহে নয়াদিল্লিতে তৃণমূল-সহ 17টি বিরোধী দলের নেতারা বৈঠক করেন ৷ সেখানে একাধিক নাম নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত কারও নাম চূড়ান্ত হয়নি ৷

মঙ্গলবার নয়াদিল্লিতে আবার বৈঠক হয় বিরোধীদের ৷ সেখানে তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MP Abhishek Banerjee) ৷ ওই বৈঠকেই যশবন্তের নাম চূড়ান্ত হয় ৷

তার পরই টুইট করে যশবন্তকে শুভেচ্ছা জানান ৷ পরে সাংবাদিকদের তিনি জানান, যশবন্ত সিনহাকে বিরোধীদের সর্বসম্মত প্রার্থী করতে পেরে সম্মানিত ৷ তিনি দীর্ঘ সময় তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন ৷ মতাদর্শের ফারাক সরিয়ে এমন একজনকে প্রার্থী করতে হবে, যিনি ভারতের সংবিধানকে রক্ষা করবেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, যশবন্ত সিনহা যে রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে পারেন, সেই খবর সোমবারই পাওয়া গিয়েছিল ৷ তৃণমূলের শীর্ষস্তর থেকে জানা গিয়েছিল যে বিরোধীপক্ষ থেকেই যশবন্তকে প্রার্থী করার প্রস্তাব এসেছে ৷ সবাই একমত হলে তারাও রাজি ৷

মঙ্গলবার দেখা যায় যে তৃণমূল ছাড়ার ঘোষণা করেন যশবন্ত ৷ তখনই তাঁর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়া নিয়ে জল্পনা বেড়েছিল ৷ যাতে কয়েক ঘণ্টা পর সিলমোহর পড়ল ৷

আরও পড়ুন :Presidential Election 2022 : রাষ্ট্রপতি পদে যশবন্তকে প্রার্থী করতে প্রস্তাব এল তৃণমূলের কাছে

Last Updated : Jun 21, 2022, 5:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details