পটনা, 25 জুন: 17টি অবিজেপি বিরোধী দলের নেতারা গত শুক্রবার পটনায় মিলিত হয়েছিলেন । আর সেই বৈঠক থেকেই কার্যত তারা যে 2024 সালের লোকসভা নির্বাচনে একসঙ্গে লড়াই করবে, তারও প্রতিশ্রুতিও দিয়েছিলেন। বিরোধী দলগুলির পরবর্তী বৈঠকটি এরপর 12 জুলাই হিমাচল প্রদেশের সিমলায় অনুষ্ঠিত হবে তাও একরকম নিশ্চিৎ। আর এবার এই বিজেপি বিরোধী জোটের নাম হিসাবে 'দেশপ্রেমিক গণতান্ত্রিক জোট' (পিডিএ) নামে পরিচিত হতে পারে বলে শোনা যাচ্ছে।
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাসভবনে বিরোধীদের বৈঠকের পর সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা তাঁর দলের পরবর্তী কর্ম পরিকল্পনা সম্পর্কে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছেন। প্রেস বিবৃতিতে এই জোটের জন্য প্যাট্রিয়টিক ডেমোক্রেটিক অ্যালায়েন্স (পিডিএ) শব্দটিও ব্যবহার করা হয়েছে। সূত্রের খবর, কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের ডাকা সিমলার বৈঠকে এই নামটিতেই সর্বসম্মতিক্রমে সিলমোহর লাগতে পারে বলেও জানা গিয়েছে। সম্ভবত সিমলার বৈঠকের পর দেশপ্রেমিক গণতান্ত্রিক জোট (পিডিএ) নামও আনুষ্টানিকভাবে ঘোষণা করা হবে জোটের তরফে।
সিপিআই তাদের প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, "বিজেপিকে অপসারণ এবং দেশকে বাঁচানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বৈঠকে। এখন পিডিএ-এর সভা সিমলায় অনুষ্ঠিত হবে, যেখানে জোটের কর্ম পরিকল্পনাকে একটি বিশদ আকার দেওয়া হবে ।" শনিবার পটনায় সিপিআই-এর প্রেস কনফারেন্স চলাকালীন রাজ্য সম্পাদক রামনরেশ পান্ডেও উল্লেখ করেছিলেন যে 'দেশপ্রেমিক গণতান্ত্রিক জোট'-এর বৈঠক হয়েছে। আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব, কংগ্রেস নেতা রাহুল গান্ধি এবং দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) সভাপতি উদ্ধব ঠাকরে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এবং জেএমএম নেতা হেমন্ত সরেন, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি (পিডিপি), ওমর আবদুল্লাহ (ন্যাশনাল কনফারেন্স), সিপিআই নেতা ডি রাজা, সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং ডিএমকে নেতা এম কে স্ট্যালিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন। গুরুত্বপূর্ণ বৈঠক।
আরও পড়ুন:বিরোধী ঐক্যের ক্ষতি করতে চাইছে কেজরির দল, আপ'কে আক্রমণ কংগ্রেসের
এদিকে, বিহারের কংগ্রেস আইনসভা দলের নেতা শাকিল আহমেদ খান বলেন, "জোটের নাম নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।" তিনি বলেন, "আগামী মাসে সিমলায় অনুষ্ঠিতব্য বৈঠকে জোটের নামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সব বিরোধী দল 2024 সালের লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিজেপির মতাদর্শকে পরাজিত করা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি নাথুরাম গডসের আদর্শে বিশ্বাস করে, যিনি মহাত্মা গান্ধিকে হত্যা করেছিলেন ৷ কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলি বাবাসাহেব আম্বেদকরের আদর্শ অনুসরণ করে, যিনি ভারতীয় সংবিধানে বিশ্বাস করেছিলেন ।"