অযোধ্যা, 14 জুন : অযোধ্যার শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হল আম আদমি পার্টি (Aam Aadmi Party) এবং সমাজবাদী পার্টি (Samajwadi Party) ৷ তাদের দাবি, মন্দির তৈরির জন্য বাজারের তুলনায় অনেক বেশি দাম দিয়ে জমি কিনেছে ট্রাস্ট ৷ এই দুই রাজনৈতিক দলেরই অভিযোগ, যে জমির দাম মাত্র 2 কোটি টাকা, সেটাই কেনা হয়েছে 18 কোটি 50 লাখ টাকায় ৷
রবিবার দু’টি আলাদা সাংবাদিক বৈঠক করে এই ইস্যুতে তোপ দাগেন রাজ্যসভার আপ সাংসদ সঞ্জয় সিং এবং সপা নেতা পবন পান্ডে ৷ তাঁরা দু’জনেই দাবি করেছেন, জমি কেনার ক্ষেত্রে টাকার যাবতীয় লেনদেন করা হয়েছে রাম জন্মভূমির সাধারণ সম্পাদক চম্পত রাইয়ের মাধ্যমে ৷
আরও পড়ুন :রামমন্দিরে 48 ফুটের "রাম সেতু" দান করল বেকারি
লখনউয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় সিং বলেন, ‘‘শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই 2 কোটি টাকার জমি 18 কোটি 50 লাখ টাকায় কিনেছেন ৷ এই কাজে তাঁকে সাহায্য করেছেন ট্রাস্টের অপর সদস্য অনিল মিশ্র ৷’’
গোটা ঘটনায় আর্থিক দুর্নীতির অভিযোগ এনেছেন সঞ্জয় ৷ একই সুর শোনা গিয়েছে পবন পান্ডের গলাতেও ৷ তাঁরা দু’জনেই এই ঘটনার সিবিআই (CBI) এবং ইডি (ED) তদন্তের দাবি জানিয়েছেন ৷ যদিও তাঁর বিরুদ্ধে তোলা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন চম্পত ৷ তাঁর পাল্টা দাবি, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়েই তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে ৷