পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Adani Issue at Parliament: আদানি ইস্যুতে ইডি'র কাছে অভিযোগ দায়ের বিরোধীদের - Enforcement Directorate

এই মুহূর্তে দেশের বিভিন্ন রাজ্য়ে একাধিক দুর্নীতির তদন্ত করছে ইডি (Enforcement Directorate) ৷ ইতিমধ্য়েই কংগ্রেস, তৃণমূল, আরজেডি, আপ সহ একাধিক বিরোধী দলের নেতারা বিভিন্ন দুর্নীতিতে ইডির জালে ধরা পড়েছে ৷

আদানি ইস্য়ুতে বিজেপির ওপর ক্রমে চাপ বাড়াচ্ছে বিরোধীরা
আদানি ইস্য়ুতে বিজেপির ওপর ক্রমে চাপ বাড়াচ্ছে বিরোধীরা

By

Published : Mar 15, 2023, 6:00 PM IST

নয়াদিল্লি, 15 মার্চ: আদানি ইস্য়ুতে বিজেপির উপর ক্রমে চাপ বাড়াচ্ছে বিরোধীরা ৷ বিজেপিকে বিঁধতে এবার সংসদের ভিতরে বাইরে যুগপৎ আন্দোলনের পথে হাঁটতে চলেছে কংগ্রেস সহ প্রায় সবকটি বিরোধীদল ৷ সেই মর্মে বুধবার সংসদ ভবন থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র সদর দফতর পর্যন্ত মিছিলও করে বিরোধী দলের নেতারা ৷ পাশাপাশি আদানি গ্রুপ সম্পর্কিত বিষয় নিয়ে তদন্ত করার জন্য় সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার কাছে অভিযোগও জমা দেয় তারা।

এই মুহূর্তে দেশের বিভিন্ন রাজ্য়ে একাধিক দুর্নীতির তদন্ত করছে ইডি (Enforcement Directorate) ৷ ইতিমধ্য়েই কংগ্রেস, তৃণমূল, আরজেডি, আপ-সহ একাধিক বিরোধী দলের নেতারা বিভিন্ন দুর্নীতিতে ইডির জালে ধরা পড়েছে ৷ বিরোধীদের অভিযোগ, বিজেপি নিজের প্রতিহিংসা চরিতার্থ করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে উদ্দেশ্য়প্রণোদিত ভাবে ব্য়বহার করছে ৷ আদানি ইস্যুতে রণকৌশল সাজাতে এদিন কংগ্রেস সভাপতি তথা রাজ্য়সভার সাংসদ (Rajya Sabha MP) মল্লিকার্জুন খাড়গের দফতরে বৈঠকে বসেছিল বিরোধীরা ৷ সেই বৈঠকের পরই দুপুর সাড়ে 12 টায় সংসদ ভবন থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিরোধীরা ৷ এদিনের মিছিলে দেশের প্রথম সারির প্রায় সবক'টি বিরোধী দলের সাংসদরা (Opposition Party of India) অংশ নিলেও তৃণমূল কংগ্রেস এবং আপের কোনও সাংসদ এই বিক্ষোভ মিছিলে যোগ দেননি। অন্য়দিকে, আদানি ইস্য়ুতে হায়দরাবাদেও কংগ্রেস কর্মীরা গান্ধি ভবন থেকে রাজভবন পর্যন্ত মিছিল করেছে।

আরও পড়ুন:আদানি ইস্যুতে মোদিকে অস্কার খোঁচা মহুয়ার

প্রসঙ্গত, আমেরিকান ফিন্যান্সিয়াল রিসার্চ ইনস্টিটিউট 'হিন্ডেনবার্গ রিসার্চ'-এর রিপোর্টের পর থেকে আদানি গোষ্ঠী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্রমাগত আক্রমণ করে চলেছে বিরোধী দলগুলি ৷ গোটা বিষয়টি তদন্তের জন্য একটি যৌথ সংসদীয় কমিটি গঠনেরও দাবি জানিয়েছে। উল্লেখ্য়, যে 'হিন্ডেনবার্গ রিসার্চ' আদানি গোষ্ঠীর বিরুদ্ধে জালিয়াতি লেনদেন এবং শেয়ারের দামের হেরফের সহ বেশ কয়েকটি অভিযোগ করেছিল। এই অভিযোগগুলিকে মিথ্যা বলে বর্ণনা করে, আদানি গোষ্ঠী (Adani Group) বলেছে যে তারা সমস্ত আইন ও বিধান অনুসরণ করেই যাবতীয় কাজ করেছে।

অন্য়দিকে তৃণমূল কংগ্রেসের সাংসদরা এদিন সংসদ ভবনের সামনে মহাত্মা গান্ধির মূর্তির (Mahatma Gandhi) পাদদেশে বিক্ষোভ দেখায় ৷ তৃণমূল কংগ্রেস সাংসদরা রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য়বৃদ্ধি নিয়েও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে তৃণমূল সাংসদ ৷

ABOUT THE AUTHOR

...view details