পটনা, 5 জুন: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উদ্যোগে 12 জুন পটনায় দেশের সমস্ত বিরোধী দলকে এক মঞ্চে আনার জন্য একটি যৌথ বৈঠকের প্রস্তাব করা হয়েছে ৷ তবে এটি প্রত্যাশিত পথে সম্পন্ন হওয়ার সম্ভাবনা কম । মহাজোটের সূত্র বলছে, বিরোধী দলগুলির এই বৈঠক স্থগিত করা হতে পারে ৷ কারণ কংগ্রেস-সহ কয়েকটি বড় দলের নেতাদের কাছ থেকে এখনও কোনও নিশ্চিতকরণ বার্তা মেলেনি । বৈঠকটি 23 জুন হতে পারে বলে সূত্র জানিয়েছে ।
পটনার জ্ঞান ভবনে 12 জুন দুপুর 2 টায় বিরোধীদের এই বৈঠক হওয়ার কথা ৷ তবে জনতা দল-ইউনাইটেড (জেডিইউ) নেতারা এই বৈঠক নিয়ে এখনও নীরব ৷ মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বেশিরভাগ বিরোধী দলকে আমন্ত্রণ পাঠিয়েছেন । তিনি নিজেই সবার সঙ্গে কথা বলেছেন । এক সময়ে, জেডিইউ নেতারাই দাবি করেছিলেন যে, বেশিরভাগ বিরোধী দল বৈঠকে উপস্থিত হবে এবং বিজেপির বিরুদ্ধে গোটা দেশকে বার্তা দেওয়া হবে । তবে এখন বলা হচ্ছে, বিরোধী দলের কিছু বড় নেতার বৈঠকে উপস্থিত থাকার সম্ভাবনা কম থাকায়, তা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের দাবি ।
কংগ্রেস নেতাদের পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে নিয়েও সংশয় রয়েছে । কারণ কেন্দ্রীয় সরকারের আনা অধ্যাদেশের বিরুদ্ধে বিরোধী দলগুলির বড় নেতাদের সমর্থন চাইছেন কেজরিওয়াল । তারা কংগ্রেসের কাছেও সমর্থন চাইছে, কিন্তু সোনিয়া গান্ধির দল এ ব্যাপারে সমর্থন করার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। এমন পরিস্থিতিতে বিরোধী দলগুলির বৈঠকে কেজরিওয়ালের আসার কোনও সম্ভাবনা ছিল না । ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এবং তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে বৈঠকে ডাকা হয়নি । এমতাবস্থায় যখন অধিকাংশ বিরোধী দলের বড় নেতারা উপস্থিত থাকবেন না, তখন সভার উদ্দেশ্য পূরণ হবে না বলে মত রাজনৈতিক মহলের ।