পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Gandhi : রাহুলের ডাকে প্রাতঃরাশ বৈঠক সেরে সাইকেলে সংসদে পৌঁছলেন বিরোধীরা

পেগাসাস কাণ্ড থেকে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি ৷ একাধিক ইস্যুতে কেন্দ্রকে কোণঠাসা করতে বদ্ধপরিকর কংগ্রেস-সহ বিরোধীরা ৷ মঙ্গলবার এইসব নিয়ে আলোচনা করতেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির ডাকে একসঙ্গে প্রাতঃরাশ বৈঠক সারেন বিজেপিবিরোধী বিভিন্ন দলের নেতা, নেত্রীরা ৷ তারপর সাইকেল চালিয়ে সংসদে পৌঁছন তাঁরা ৷ তাঁদের এই অভিনব প্রতিবাদ নজর কাড়ে সকলের ৷

opposition leaders reached Parliament on Cycle after completing breakfast meeting with Rahul Gandhi
Rahul Gandhi : রাহুলের ডাকে প্রাতঃরাশ বৈঠক সেরে সাইকেলে সংসদে পৌঁছলেন বিরোধীরা

By

Published : Aug 3, 2021, 11:30 AM IST

Updated : Aug 3, 2021, 12:59 PM IST

নয়াদিল্লি, 3 অগস্ট : সরকার পক্ষের কেউই কথা শুনতে চান না ৷ তাই সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য বিরোধীরাই আলাদা করে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন ৷ বিরোধীরা সকলে একজোট রয়েছেন ৷ মঙ্গলের প্রাতঃরাশ বৈঠক নিয়ে এমনই মন্তব্য করলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা সাংসদ মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) ৷ পেগাসাস কাণ্ড (Pegasus Spyware) থেকে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি, কিংবা কৃষক আন্দোলন ৷ বিরোধীদের অভিযোগ, কোনও ইস্যুতেই তাঁদের কোনও প্রশ্নের জবাব দিচ্ছে না নরেন্দ্র মোদির সরকার ৷ আর সেই কারণেই চলতি বাদল অধিবেশনের বাকি দিনগুলিতে সংসদে বিরোধীদের ভূমিকা কী হবে, তা নিয়ে আলোচনা করতে এদিন একটি প্রাতঃরাশ বৈঠকের ডাক দেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ 17 টি বিরোধী দলের প্রতিনিধিদের সেখানে আমন্ত্রণ জানানো হয় ৷ বৈঠকে সেরে রাহুলের নেতৃত্বেই সাইকেলে সংসদে পৌঁছন বিরোধীরা ৷

আরও পড়ুন :Rahul Gandhi : ভারতের বিরুদ্ধে কেন ব্যবহার পেগাসাস, মোদি-শাহকে প্রশ্ন রাহুলের

এদিন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে (Constitution Club of India) রাজ্যসভা ও লোকসভার বিরোধী বিভিন্ন দলের সাংসদদের আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন রাহুল ৷ লক্ষ্যণীয় বিষয় হল, আমন্ত্রিত 17 টি দলের মধ্যে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আম আদমি পার্টি (Aam Aadmi Party) এবং মায়াবতীর (Mayawati) বহুজন সমাজ পার্টি (Bahujan Samaj Party) বাদে বাকি সমস্ত দলের প্রতিনিধিরাই বৈঠকে হাজির হন ৷ পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের (All India Trinamool Congress) প্রতিনিধি হিসাবে আলোচনায় যোগ দিতে পৌঁছে যান সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) এবং কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায় (Kalyan Banerjee), সৌগত রায় (Saugata Roy) ৷ প্রাতঃরাশ বৈঠকের পর রাহুল গান্ধির নেতৃত্বে সাইকেল চালিয়ে সংসদে পৌঁছন বিরোধী সাংসদরা ৷ মূলত পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতেই তাঁদের এই পদক্ষেপ বলে জানা গিয়েছে ৷ বিরোধীদের এই অভিনব প্রতিবাদ নজর কাড়ে সকলের ৷

রাহুলের ডাকে প্রাতরাশ বৈঠক সেরে সাইকেলে সংসদে পৌঁছলেন বিরোধীরা

প্রসঙ্গত, পেগাসাস কাণ্ড সামনে আসার পর থেকেই মোদি সরকারের বিরুদ্ধে খড়্গহস্ত বিরোধীরা ৷ তাঁদের অভিযোগ, সংবিধানের তোয়াক্কা না করেই নাগরিকদের ব্যক্তিগত পরিসরে উঁকি মারছে কেন্দ্র ৷ ব্য়ক্তি স্বাধীনতা এবং ব্য়ক্তি নিরাপত্তার অধিকারকেও উপেক্ষা করা হচ্ছে ৷ অভিযোগ, ইজ়রায়েলি স্পাইওয়্য়ার পেগাসাস ব্যবহার করে ভারতের বহু হেভিওয়েট ব্যক্তিত্ব, সাংবাদিক, সমাজকর্মী প্রমুখের উপর নজরদারি চালানো হয়েছে ৷ যার জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করছেন বিরোধীরা ৷ এই বিষয়ে সংসদে আলোচনার জন্য লাগাতার চাপও দেওয়া হচ্ছে তাঁদের পক্ষ থেকে ৷ কিন্তু, সরকারের দাবি, এটা কোনও ইস্যুই নয় ৷ ফলে এই নিয়ে দড়ি টানাটানি চলছেই ৷ সেক্ষেত্রে আগামী দিনগুলিতে সংসদের অন্দরে বিরোধীদের ভূমিকা কী হয়, সেই রণকৌশল নিয়ে আলোচনা করতেই এদিন প্রাতঃরাশ বৈঠকের ডাক দেন রাহুল ৷

আরও পড়ুন :Rahul Gandhi: কৃষি আইনের প্রতিবাদে দিল্লির রাস্তায় ট্র্যাক্টর চালালেন রাহুল

অন্যদিকে, চব্বিশের লোকসভা নির্বাচনের আগে দিল্লির রাজনীতিকে কেন্দ্র করে জাতীয়স্তরে বিরোধীদের এককাট্টা করতে মরিয়া প্রয়াস চালাচ্ছেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ কংগ্রেসকে বাদ দিয়ে সেই বিরোধী মঞ্চ মজবুত করা সম্ভব নয় বলেই মত ওয়াকিবহাল মহলের ৷ সেক্ষেত্রে এদিন রাহুলের ডাকা বৈঠকে তৃণমূল কংগ্রেস সাংসদদের উপস্থিতি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ৷ একইসঙ্গে, আপ ও বিএসপি প্রতিনিধিদের বৈঠকে অনুপস্থিতিও ভেবে দেখার বিষয় ৷ তবে কি মুখে মোদি সরকারের বিরোধিতার কথা বললেও আসলে অন্য কোনও সুযোগের অপেক্ষায় রয়েছেন এই দুই দলের শীর্ষ নেতা-নেত্রীরা ? এই বিষয়ে সংশ্লিষ্ট দুই দলের তরফে কোনও ব্যাখ্যা দেওয়া হয় কি না, এখন সেটাই দেখার ৷

Last Updated : Aug 3, 2021, 12:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details