নয়াদিল্লি, 3 অগস্ট : সরকার পক্ষের কেউই কথা শুনতে চান না ৷ তাই সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য বিরোধীরাই আলাদা করে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন ৷ বিরোধীরা সকলে একজোট রয়েছেন ৷ মঙ্গলের প্রাতঃরাশ বৈঠক নিয়ে এমনই মন্তব্য করলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা সাংসদ মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) ৷ পেগাসাস কাণ্ড (Pegasus Spyware) থেকে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি, কিংবা কৃষক আন্দোলন ৷ বিরোধীদের অভিযোগ, কোনও ইস্যুতেই তাঁদের কোনও প্রশ্নের জবাব দিচ্ছে না নরেন্দ্র মোদির সরকার ৷ আর সেই কারণেই চলতি বাদল অধিবেশনের বাকি দিনগুলিতে সংসদে বিরোধীদের ভূমিকা কী হবে, তা নিয়ে আলোচনা করতে এদিন একটি প্রাতঃরাশ বৈঠকের ডাক দেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ 17 টি বিরোধী দলের প্রতিনিধিদের সেখানে আমন্ত্রণ জানানো হয় ৷ বৈঠকে সেরে রাহুলের নেতৃত্বেই সাইকেলে সংসদে পৌঁছন বিরোধীরা ৷
আরও পড়ুন :Rahul Gandhi : ভারতের বিরুদ্ধে কেন ব্যবহার পেগাসাস, মোদি-শাহকে প্রশ্ন রাহুলের
এদিন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে (Constitution Club of India) রাজ্যসভা ও লোকসভার বিরোধী বিভিন্ন দলের সাংসদদের আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন রাহুল ৷ লক্ষ্যণীয় বিষয় হল, আমন্ত্রিত 17 টি দলের মধ্যে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আম আদমি পার্টি (Aam Aadmi Party) এবং মায়াবতীর (Mayawati) বহুজন সমাজ পার্টি (Bahujan Samaj Party) বাদে বাকি সমস্ত দলের প্রতিনিধিরাই বৈঠকে হাজির হন ৷ পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের (All India Trinamool Congress) প্রতিনিধি হিসাবে আলোচনায় যোগ দিতে পৌঁছে যান সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) এবং কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায় (Kalyan Banerjee), সৌগত রায় (Saugata Roy) ৷ প্রাতঃরাশ বৈঠকের পর রাহুল গান্ধির নেতৃত্বে সাইকেল চালিয়ে সংসদে পৌঁছন বিরোধী সাংসদরা ৷ মূলত পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতেই তাঁদের এই পদক্ষেপ বলে জানা গিয়েছে ৷ বিরোধীদের এই অভিনব প্রতিবাদ নজর কাড়ে সকলের ৷