নয়াদিল্লি, 9 অগস্ট : আজ শুরু হয়ে গেল সংসদের বাদল অধিবেশনের শেষ সপ্তাহ । আজ অধিবেশন শুরুর আগে শেষ সপ্তাহের রণকৌশল তৈরি করতে বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠক ডাকেন বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে । বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধিও । তৃণমূলের তরফে বৈঠকে প্রতিনিধিত্ব করেন অর্পিতা ঘোষ এবং প্রসূন বন্দ্যোপাধ্যায় ।
সংসদে বাদল অধিবেশনের শুরুর দিন থেকেই বিরোধীদের একের পর এক আক্রমণে বিদ্ধ হয়েছে কেন্দ্র । দফায় দফায় উত্তাল হয়েছে সংসদ ভবন । বিশেষ করে পেগাসাস ইস্যু প্রকাশ্যে আসার পর থেকে আরও চাপ বেড়েছে কেন্দ্রের উপর । এখনও পেগাসাস ইস্যুতে নিজেদের অবস্থানে অনঢ় থাকছে বিরোধী দলগুলি ।