পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Oppositions Support Wrestlers: ‘স্বৈরাচারী শক্তি-অহংকারী রাজা’, কুস্তিগীরদের সমর্থনে বিরোধীদের নিশানায় মোদি - অহংকারী রাজা

কুস্তিগীরদের সমর্থনে এবার কেন্দ্রকে নিশানা বিরোধীদের ৷ আজ যন্তর মন্তরকে আন্দোলনকারী কুস্তিগীরদের আটক করে নিয়ে যায় পুলিশ ৷ যে ঘটনায় পুলিশের আচরণের তীব্র নিন্দা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ স্বৈরাচারিতা বলে সমালোচনা করেছেন তিনি ৷

Oppositions Support Wrestlers ETV BHARAT
Oppositions Support Wrestlers

By

Published : May 28, 2023, 5:02 PM IST

নয়াদিল্লি, 28 মে: কুস্তিগীরদের মিছিলে বাধা এবং টেনেহিঁচড়ে বাসে তোলার ঘটনায় দিল্লি পুলিশের ভূমিকার সমালোচনায় সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেন্দ্রের সমালোচনায় তাঁর মন্তব্য, ‘‘স্বৈরাচারী শক্তি অসহিষ্ণু এবং ভিন্নমতকে দমন করে বেড়ে ওঠে ৷’’ অন্যদিকে, প্রিয়াঙ্কা গান্ধি বঢরা যন্তর মন্তরের ঘটনায় মোদি সরকারকে একহাত নিয়েছে ৷ মহিলা কুস্তিগীরদের আওয়াজকে জুতোর তলায় দমিয়ে দেওয়ার চেষ্টা চলছে, বলে অভিযোগ করেছেন তিনি ৷ নাম না-করে এদিন রাহুল গান্ধি প্রধানমন্ত্রীকে নিশানা করেন কুস্তিগীরদের আটক করার ঘটনায় ৷

'মহিলা সম্মান মহাপঞ্চায়েত' স্থাপনের ডাক দিয়ে আজ নয়া সংসদ ভবনের উদ্দেশ্যে মিছিল বের করেছিলেন আন্দোলনকারী কুস্তিগীররা ৷ কিন্তু, মিছিল শুরুর আগেই যন্তর মন্তর থেকে আন্দোলনকারী কুস্তিগীরদের আটকের পর, উৎখাত করার অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে ৷ সংবাদ মাধ্যম, সোশাল মিডিয়া আন্দোলনকারী মহিলা কুস্তিগীরদের টেনেহিঁচড়ে বাসে তোলার ছবি ছেয়ে গিয়েছে ৷ যা নিয়ে এ বার কেন্দ্র এবং দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব হলেন, বিরোধী রাজনৈতিক ব্যক্তিক্তরা ৷

এ দিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ৷ তিনি বলেন, ‘‘দিল্লি পুলিশ যেভাবে সাক্ষী মালিক, ভীনেশ ফোগত এবং অন্যান্য কুস্তিগীরদের হেনস্থা করেছে তার তীব্র নিন্দা করি ৷ আমাদের চ্যাম্পিয়নদের সঙ্গে এমন আচরণ লজ্জার ৷ গণতন্ত্র সহনশীলতার মধ্যে নিহিত ৷ কিন্তু, স্বৈরাচারী শক্তি অসহিষ্ণু এবং ভিন্ন মতকে দমন করে বেড়ে ওঠে ৷ অবিলম্বে পুলিশ যেন তাঁদের ছেড়ে দেয়, আমি সেই দাবি জানাচ্ছি ৷ আমাদের কুস্তিগীরদের সঙ্গে রয়েছি আমি ৷’’

আরও পড়ুন:নয়া সংসদ ভবনে কুস্তিগীরদের মিছিলে বাধা পুলিশের, আটক সাক্ষী-ভীনেশ-সঙ্গীতা

প্রিয়াঙ্কা গান্ধি বঢরা এদিনের ঘটনায় সরব হয়েছেন ৷ তিনি টুইটে লেখেন, ‘‘অ্যাথলিটদের বুকে লেগে থাকা পদক দেশের গর্ব ৷ তাঁদের মেডেল এবং পরিশ্রমের ফলে দেশের সম্মান বাড়ে ৷ কিন্তু, বিজেপি সরকারের অহংকার এতটাই বেড়ে গিয়েছে যে, তারা আমাদের মহিলা খেলোয়াড়দের আওয়াজকে পায়ের তলায় দমিয়ে দেওয়ার চেষ্টা করছে ৷ এটা খুব অন্যায় ৷ পুরো দেশ সরকারের অহংকার এবং এই অন্যায়কে দেখছে ৷’’

আরও পড়ুন:কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে এবার সরকারকে চূড়ান্ত সময়সীমা খাপ পঞ্চায়েত ও কৃষক নেতাদের

অন্যদিকে, রাহুল গান্ধি পুরো বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছেন ৷ নয়া সংসদ ভবনের উদ্ধোধন অনুষ্ঠানকে কটাক্ষ করে ‘রাজ্যাভিষেক’ বলেছিলেন রাহুল ৷ সেই মন্তব্যের পুনরাবৃত্তি করেছেন, কুস্তিগীরদের পুলিশের আটক করার ঘটনায় ৷ তিনি বলেন, ‘‘রাজ্যাভিষেক সম্পন্ন হয়েছে - ‘অহংকারী রাজা’ এবার রাস্তায় জনতার আওয়াজকে দমন করছেন ৷’’

আরও পড়ুন:কুস্তিগীররা নারকো টেস্টে প্রস্তুত, ব্রিজভূষণের চ্যালেঞ্জ গ্রহণ বজরং পুনিয়ার

উল্লেখ্য, এদিন সাক্ষী মালিক, ভীনেশ ফোগত, সঙ্গীতা ফোগত এবং বজরং পুনিয়াদের আটক করার পর যন্তর মন্তরে তাঁদের তাঁবুগুলি ভেঙে দেয় পুলিশ ৷ কুস্তিগীররা যে তাঁবুগুলিতে বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেগুলি খুলে দেওয়া হয় ৷ অভিযোগ কুস্তিগীরদের জিনিসপত্র ফেলে দেওয়া হয়েছে ৷ সেই ভিডিয়ো পোস্ট করেছেন সাক্ষী মালিক ৷

ABOUT THE AUTHOR

...view details