নয়াদিল্লি, 28 মে: কুস্তিগীরদের মিছিলে বাধা এবং টেনেহিঁচড়ে বাসে তোলার ঘটনায় দিল্লি পুলিশের ভূমিকার সমালোচনায় সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেন্দ্রের সমালোচনায় তাঁর মন্তব্য, ‘‘স্বৈরাচারী শক্তি অসহিষ্ণু এবং ভিন্নমতকে দমন করে বেড়ে ওঠে ৷’’ অন্যদিকে, প্রিয়াঙ্কা গান্ধি বঢরা যন্তর মন্তরের ঘটনায় মোদি সরকারকে একহাত নিয়েছে ৷ মহিলা কুস্তিগীরদের আওয়াজকে জুতোর তলায় দমিয়ে দেওয়ার চেষ্টা চলছে, বলে অভিযোগ করেছেন তিনি ৷ নাম না-করে এদিন রাহুল গান্ধি প্রধানমন্ত্রীকে নিশানা করেন কুস্তিগীরদের আটক করার ঘটনায় ৷
'মহিলা সম্মান মহাপঞ্চায়েত' স্থাপনের ডাক দিয়ে আজ নয়া সংসদ ভবনের উদ্দেশ্যে মিছিল বের করেছিলেন আন্দোলনকারী কুস্তিগীররা ৷ কিন্তু, মিছিল শুরুর আগেই যন্তর মন্তর থেকে আন্দোলনকারী কুস্তিগীরদের আটকের পর, উৎখাত করার অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে ৷ সংবাদ মাধ্যম, সোশাল মিডিয়া আন্দোলনকারী মহিলা কুস্তিগীরদের টেনেহিঁচড়ে বাসে তোলার ছবি ছেয়ে গিয়েছে ৷ যা নিয়ে এ বার কেন্দ্র এবং দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব হলেন, বিরোধী রাজনৈতিক ব্যক্তিক্তরা ৷
এ দিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ৷ তিনি বলেন, ‘‘দিল্লি পুলিশ যেভাবে সাক্ষী মালিক, ভীনেশ ফোগত এবং অন্যান্য কুস্তিগীরদের হেনস্থা করেছে তার তীব্র নিন্দা করি ৷ আমাদের চ্যাম্পিয়নদের সঙ্গে এমন আচরণ লজ্জার ৷ গণতন্ত্র সহনশীলতার মধ্যে নিহিত ৷ কিন্তু, স্বৈরাচারী শক্তি অসহিষ্ণু এবং ভিন্ন মতকে দমন করে বেড়ে ওঠে ৷ অবিলম্বে পুলিশ যেন তাঁদের ছেড়ে দেয়, আমি সেই দাবি জানাচ্ছি ৷ আমাদের কুস্তিগীরদের সঙ্গে রয়েছি আমি ৷’’
আরও পড়ুন:নয়া সংসদ ভবনে কুস্তিগীরদের মিছিলে বাধা পুলিশের, আটক সাক্ষী-ভীনেশ-সঙ্গীতা