পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

National Emblem Controversy: নতুন অশোক স্তম্ভের সিংহরা 'হিংস্র', মোদিকে কটাক্ষ বিরোধীদের

নির্মীয়মাণ নতুন সংসদ ভবনের মাথায় সোমবার উদ্বোধন হয়েছে অশোক স্তম্ভের (National Emblem Inauguration at New Parliament) ৷ উদ্বোধন উপলক্ষ্যে সেখানে পুজো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ তা নিয়েই তরজা শুরু হয়েছে বিভিন্ন মহলে (Aggressive lions in National Emblem) ৷

lions in national emblem
lions in national emblem

By

Published : Jul 12, 2022, 11:00 PM IST

নয়াদিল্লি, 12 জুলাই: সেন্ট্রাল ভিস্তার মাথায় পুজো করে সোমবার অশোক স্তম্ভের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) । ব্রোঞ্জের তৈরি এই অশোক স্তম্ভ বসানো ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা । উদ্বোধনের পর থেকেই প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুলছেন বিরোধীরা (Aggressive lions in National Emblem) ৷

সমগ্র বিরোধীতার কারণ ছোট্ট একটি ঘটনা ৷ মোদির উদ্বোধন করা ওই অশোক স্তম্ভে সিংহদের শ্বদন্ত দেখা যাচ্ছে ৷ তা নিয়েই প্রশ্ন তুলছেন বিরোধীরা । তাদের দাবি, 1950 সালে সারনাথের অশোক স্তম্ভকে জাতীয় প্রতীক হিসেবে নেওয়া হয় ৷ সেটির সিংহগুলি অনেক সৌম্য, শান্ত ৷ এগুলির (পড়ুন নয়া সংসদ ভবনের ছাদে বসা জাতীয় স্তম্ভ) মতো হিংস্র নয় ৷ আদপে এই সিংহগুলি মোদি সরকারেরই প্রতীক, রীতিমতো কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিরোধীরা ৷

অধীর চৌধুরী টুইটে লিখেছেন, "নরেন্দ্র মোদিজি, দয়া করে সিংহের মুখটি পর্যবেক্ষণ করুন ৷ এটি মহান সারনাথের মূর্তি বিকৃত সংস্করণের প্রতিনিধিত্ব করছে কিনা দেখুন । যদি প্রয়োজন হয় তবে এটি সংশোধন করুন ৷"

আরও পড়ুন : উচ্চতা 6.5 মিটার! নয়া সংসদ ভবনের ছাদে জাতীয় প্রতীক উন্মোচন প্রধানমন্ত্রীর

সোমবার প্রধানমন্ত্রী ছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি এবং কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি । আমন্ত্রণ জানানো হয়নি কোনও বিরোধীকে ৷ যা নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছে মোদি সরকারকে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details