পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Oppn Bloc INDIA Mumbai Meeting: পিছোচ্ছে 'ইন্ডিয়া'র পরবর্তী বৈঠক, পাওয়ারকে নিয়ে জটিল হচ্ছে পরিস্থিতি - অগস্টে

এনসিপি প্রধান শরদ পাওয়ারের দল এই মুহূর্তে বিভক্ত ৷ অগস্টে বৈঠকের ক্ষেত্রে মূলত তাঁর তরফ থেকেই যে প্রাথমিক আপত্তি এসেছে তা স্পষ্ট ৷ সূত্রের খবর, অগস্টের মাঝামাঝি থেকে মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় সফর শুরু করবেন তিনি ৷ আর তার জন্যই আগামী মাসে সময় দিতে পারবেন না বৈঠকের জন্য ৷

Etv Bharat
ফের পিছোচ্ছে ইন্ডিয়া'র বৈঠক

By

Published : Jul 29, 2023, 11:04 PM IST

নয়াদিল্লি, 29 জুলাই:বিরোধী জোট 'ইন্ডিয়া'র তৃতীয় বৈঠক সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত পিছিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে ৷ মুম্বইয়ে আগামী মাসের 25 এবং 26 তারিখ এই বৈঠক হওয়ার কথা তাকলেও তা আপাতত নির্ধারিত দিনে হচ্ছে না ৷ কারণ হিসাবে জোটের কিছু নেতা জানিয়েছেন, যে তাঁদের অন্যান্য ব্যস্ততার কারণে 25 বা 26 অগস্ট থাকতে পারবেন না ৷ শনিবার এমনটাই সূত্র মারফৎ জানা গিয়েছে।

এনসিপি প্রধান শরদ পাওয়ারের দল এই মুহূর্তে বিভক্ত ৷ অগস্টে বৈঠকের ক্ষেত্রে মূলত তাঁর তরফ থেকেই যে প্রাথমিক আপত্তি এসেছে তা স্পষ্ট ৷ সূত্রের খবর, অগস্টের মাঝামাঝি থেকে মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় সফর শুরু করবেন তিনি ৷ আর তার জন্যই আগামী মাসে সময় দিতে পারবেন না বৈঠকের জন্য ৷ মুম্বইয়ে ইন্ডিয়া জোটের এক প্রবীণ নেতা বলেন, "25 ও 26 অগস্ট বৈঠকের বিষয়ে এখনও বিবেচনাধীন ৷ কিন্তু আমরা সকলেই যাতে বৈঠকে হাজির থাকতে পারি তা নিশ্চিত করার জন্যই তারিখের বিষয়টি আরও একবার বিবেচনা করে দেখা হচ্ছে ৷"

শুক্রবার মহাবিকাশ আঘাডির একটি সভার পর সাংবাদিক বৈঠকে মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান নানা পাটোলে জানান, যে এমভিএ নেতারা অগস্টে সমাবেশ করেছেন ৷ যে সমাবেশ বর্ষার কারণে পিছিয়ে গিয়েছিল। এমভিএ-এ জোটের শরিক কংগ্রেস, এনসিপি এবং শিবসেনা (ইউবিটি) আগামী শনিবার আবার এই বিষয়ে বৈঠকে বসবে বলে জানা গিয়েছে ৷

কংগ্রেস জাতীয়স্তরে এই 26 রাজনৈতিক দলের বিরোধী জোটের নেতৃত্ব দিচ্ছে ৷ অন্যদিকে, শিবসেনা এবং এনসিপি তাদের দল বাঁচাতেই মরিয়া ৷ রাজ্য বিধানসভায় তাদের উভয় দলের আসন সংখ্যার নিরিখে মহারাষ্ট্রে অন্য একটি অংশীদার হিসাবে এই মহাবিকাশ আঘাডি জোট তৈরি করে লড়াইয়ে নামছে বিজেপির বিরুদ্ধে ৷ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে এনসিপি বিভক্ত হওয়ার আগে জোটের অন্যতম মুখ হিসাবে এবং এমভিএ-র নেতা হিসাবে প্রোজেক্ট করা হয়েছিল। বিরোধী জোটের মুম্বই বৈঠক আয়োজনে নেতৃত্বে অবশ্য রয়েছে এই ঠাকরেরই দল।

আরও পড়ুন: রাহুলকে বিয়ে দিন ! মহিলাকে সটান মেয়ে খুঁজতে বললেন সোনিয়া

জোটের অন্য আরও এক নেতা বলেন, "আমাদের যতদূর বলা হয়েছে শিবসেনা বৈঠকের তারিখগুলি সমন্বয় করছে। আমাদের অবগতির জন্য দেওয়া হয়েছিল, যে এটি 25 ও 26 অগস্ট বৈঠক বসছে ৷ এখন, আমরা শুনছি যে শারদ পাওয়ার সেই দিনগুলিতে উপলব্ধ থাকবেন না। এর ফলে যখন একজনের প্রয়োজন হয় তখন বাকি 26টি দলের সঙ্গে সমন্বয় করা উচিৎ ৷ অস্বাভাবিক বিষয় অবশ্য কিছু নয়। পটনা বৈঠকের পরিকল্পনা করার সময়ও আমরা এই সমস্যার মুখোমুখি হয়েছিলাম ৷" আগামী 1 অগস্ট পুনেতে পাওয়ারের নির্ধারিত অনুষ্টান আছে বলে জানা গিয়েছে ৷ যেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মঞ্চ ভাগ করবেন তাও কিছু বিরোধী দলের নেতাদের মধ্যে সন্দেহ তৈরি করেছে বলে সূত্রের খবর ৷

ABOUT THE AUTHOR

...view details