অমৃতসর, 6 জুন: অপারেশন ব্লু স্টারের 39তম বার্ষিকীতে অমৃতসরের স্বর্ণ মন্দিরে উঠল খালিস্তানপন্থী স্লোগান । কট্টর বিচ্ছিন্নতাবাদী নেতা জার্নেইল সিং ভিন্দ্রানওয়ালের পোস্টার হাতে খালিস্তানপন্থী স্লোগান দেন বেশ কয়েকজন ৷
অপারেশন ব্লু স্টারের 39তম বার্ষিকী পালনে শ্রী অকাল তখত সাহিবে এ দিন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ বিভিন্ন শিখ সংগঠন দরবার সাহেবে হাজির ছিলেন । এই দিনে শ্রী অকাল তখত সাহিবের জথেদার শিখ সম্প্রদায়কে একটি বার্তা দিয়েছেন এবং শিখ সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
খালিস্তান-পন্থী স্লোগান:কয়েকটি শিখ সংগঠন এ দিন খালিস্তানপন্থী স্লোগান দেন ৷ যার জেরে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে । শিখ সংগঠনগুলোও বন্দি শিখদের মুক্তির দাবি জানিয়েছে । যুবকদের হাতে ছিল জার্নেইল সিং ভিন্দ্রানওয়ালের ছবি ৷ ভিন্দ্রানওয়ালে ছিলেন উগ্র শিখ সংগঠন দমদমি তকসালের প্রধান । তিনি ও তাঁর সশস্ত্র অনুগামীরা 1984 সালের জুন মাসে স্বর্ণ মন্দির প্রাঙ্গণ থেকে জঙ্গিদের তাড়িয়ে দেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনীর দ্বারা চালু করা অপারেশন ব্লু স্টারের সময় নিহত হন ।