নয়াদিল্লি, 10 অগস্ট : জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) 2019 সালের অগস্টের পর থেকে মাত্র দু’জন জমি কিনেছেন ৷ মঙ্গলবার লোকসভায় এই তথ্য দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ ডিএমকে (DMK) সাংসজ এস রামালিঙ্গম এই নিয়ে প্রশ্ন করেছিলেন ৷ তারই লিখিত উত্তর লোকসভায় পেশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই (Nityananda Rai) ৷
আরও পড়ুন :Electoral Bonds : ইলেক্টরাল বন্ডের বাজারেও গেরুয়া ঝড়, বিজেপির ঘরে 75 শতাংশ টাকা
2019 সালের 5 অগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে ৷ সরিয়ে দেওয়া হয় সংবিধানের 370 ধারা ৷ ফলে ভূস্বর্গে অন্য রাজ্যের বাসিন্দারাও জমি কেনার অনুমতি পেয়ে যান ৷ যা এতদিন ছিল না ৷ অনেকের ধারণা ছিল যে শিল্পপতিরা সেখানে জমি কিনবেন ৷ আর ভূস্বর্গের পর্যটন শিল্প আরও চাঙ্গা হবে ৷ যদিও কারও কারও বক্তব্য ছিল, এতে জম্মু ও কাশ্মীরের বাসিন্দারা বিপাকে পড়বেন ৷
কেন্দ্রের মোদি সরকারের নেওয়া সেই সিদ্ধান্তের পর কেটে গিয়েছে প্রায় দু’বছর ৷ তার পর ঠিক কতজন জমি কিনলেন, সেই উত্তরই জানতে চেয়েছিলেন ওই ডিএমকে সাংসদ৷ মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই উত্তর দেওয়া হল ৷